ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসে প্রথম দিন

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ডিসেম্বর ২০১৬

ক্যাম্পাসে প্রথম দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় জুয়েল রানা। পড়ছেন ফাইন্যান্স বিভাগে। থাকছেন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। ঝিনাইদহ থেকে পড়তে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাক্সিক্ষত বিশ্ববিদ্যালয় ও বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় তার আনন্দ যেন আকাশছোঁয়া। ক্যাম্পাসের প্রথম দিনের অনুভূতি কেমন ছিল। এমন প্রশ্নে হাসিমাখা মুখে সোজা উত্তর, এর চেয়ে বড় আনন্দের দিন আর হয় না। এরপর একটানা বলতে থাকলেন জুয়েল, কলেজে থাকতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার ঘুরেছি। কিন্তু এই ক্যাম্পাসে ভর্তির পর ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ক্লাস করতে যাওয়ার দিনটিকে ভুলতে পারব না কোন দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের ক্যাম্পাস ভাবতে পারার অনুভূতিটা বলে বোঝাতে পারব না। তবে ওইদিনে বিভাগের শিক্ষক মোশাররফ হোসেন স্যারের একটি কথা মনে হয় সারা জীবন মনে থাকবে। স্যার বলেছিলেন, ‘জীবনে যত বাধাই আসুক না কেন মনে বল নিয়ে সামনে এগিয়ে যাবে। তা হলে সাফল্য নিশ্চিত। মনে রাখবা, এখানে ভাল শিক্ষার্থীরা ভর্তি হলেও শেষে অনেকেই ঝরে যায়।’ সাগর সাহরিয়ার। পড়ছেন আইন বিভাগে। গ্রামের বাড়ি যশোর। ক্যাম্পাসের প্রথম দিনটি কেমন ছিল? জানতে চাওয়া মাত্র উত্তর, বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের অনুভূতির সঙ্গে ‘ঢাকা শহর’ নামটি জড়িয়ে আছে আমার স্মৃতিতে। কারণ, আমি ছিলাম ফার্মগেটে বড় ভাইয়ের বাসায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল ৯টায় ছিল পরিচিতিমূলক ক্লাস। তাই রুম থেকে বের হই সকাল ৪টায়। ফার্মগেট থেকে বাসে ওঠার পর যানজটের শহরের চিত্র ফুটে উঠল সামনে। কারওয়ান বাজার ও বাংলামোটরের জট কাটতেই পার হয়ে যায় অনেকটা সময়। শেষে শাহবাগে নেমে রিকশাযোগে চলে যাই কাজী মোতাহার হোসেন ভবনের ১০১ নম্বর কক্ষে। সেখানে গিয়ে আমার ভাবনার জগত যেন সীমানা ছাড়িয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী আমি? নিজের কাছেই এই অবিশ্বাস্য প্রশ্নটি করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইমদাদুল হক সোহাগ। পড়ছেন হিসাববিজ্ঞান বিভাগে। গ্রামের বাড়ি সাতক্ষীরা। বর্তমানে থাকছেন রাজশাহী নগরীতে একটি মেসে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি বিশাল ক্যাম্পাস হওয়ায় আমার আনন্দ ছিল অনেক অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনের ১১৯ নম্বর কক্ষে আমার ক্যাম্পাসের প্রথম ক্লাস। ওইদিন সবাই সবার সঙ্গে পরিচয় হচ্ছিলাম। পাশে থাকায় খুব তাড়াতাড়ি কথা হয়ে যায় মাগুরার শাহজাহান, ঝিনাইদহের ফয়সাল ও কুড়িগ্রামের আসাদের সঙ্গে। এরপর থেকেই তারা আমার বিভাগে এখন ভাল বন্ধুও বটে। তাই প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার পাশাপাশি নতুন কারও বন্ধু হওয়ার মজাটাও কম ছিল না। এভাবেই ক্যাম্পাসের প্রথম দিনের কথাগুলো বলছিলেন সোহাগ। রবিউল ইসলাম তুষার। পড়ছেন আইন বিভাগে। বাসা বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার প্রথম দিনটি সম্পর্কে বলতে গিয়ে তুষার জানান, ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় মনে হচ্ছিল জাতীয়তে পড়তে হবে। তবে বিষয়টি মেনে নিতে পারছিলাম না। এত কষ্ট করে পড়াশোনা করা, মনে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন লালন করে ভর্তি হব জাতীয়তে? তা কীভাবে হয়! শেষ পর্যন্ত ভাগ্যে জোটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে আমি খুব খুশি। সঙ্গে আমার পরিবারের সদস্যরাও। তাই স্বভাবতই বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের ক্লাস আমার কাছে একটু ভিন্ন আনন্দ বয়ে এনেছিল এটা আর বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনিরুজ্জামান বাবু। পড়ছেন ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে। ক্যাম্পাসের প্রথম দিনটি সম্পর্কে জানতে চাইলে খোলা মেলা উত্তর, যশোরে গ্রামের বাড়ি থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেই পাহাড়ে ঘেরা এই ক্যাম্পাসের প্রেমে পড়ে যাই। যখন ব্যবসায় প্রশাসন অনুষদ (এফবিএ) ভবনের চতুর্থ তলায় প্রথম ক্লাস করতে সকাল ১০টায় যখন কটেজ থেকে বের হই তখন থেকেই যেন আনন্দ পিছু হটছিল না। এই দিনটির অপেক্ষায় ছিলাম অনেক দিন থেকে। ক্লাসে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই মনের মাঝে আনন্দময় একটি ভাবনা উঁকি দিল, আমি আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর কলেজে পড়ি না। এটা ভাবতে অনেক ভাল লেগেছিল। যা বলে বোঝাতে পারব না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শারমীন আক্তার। পড়ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। গ্রামের বাড়ি জয়পুরহাট। এখন থাকছেন রংপুরের খামারমোড় এলাকায় মৌ ছাত্রীনিবাসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিনটি কেমন ছিল? জানতে চেয়েছিলাম তার কাছে। একেবারে সোজা-সাপটাভাবে বলতে থাকেন শারমীন। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাটা আমার কাছে ছিল স্বর্গসুখের মতো। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটির জন্য অনেক রাত ঘুম আসেনি আমার। ভর্তির পর যখন বাসায় ছিলাম তখন আম্মুকে বার বার বলতাম, আমার ক্লাস কবে শুরু হবে? কবে আমি নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারব? আরও কত কি। বিশেষ করে প্রথম ক্লাসের আগের রাতে দুই চোখের পাতা এক হয়নি। কেননা ওই দিনটিই ছিল আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন।
×