ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৬, ৪ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ ডিসেম্বর ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মতিয়র রহমান খান। তিনি দাবি করেন, জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সভাপতি শামছুজ্জোহা প্রতিশোধপরায়ন হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বানোয়াট অভিযোগ করেছেন। এ সময় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গুলজার আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, ওবায়দুল হক রতন, চন্দন বিশ্বাস, জালাল আহমেদ ফকির, আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রতন, সানাওয়ার হোসেন ভূঁইয়া, মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডারের মুক্তি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্র্টার, সিলেট অফিস ॥ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েলের ওপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শ্রী শ্রী বলরাম জীউ আখড়ার পরিচালনা কমিটি ও পূজা কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে মীরবাজার আখড়ার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী বলরাম জীউ আখড়ার পরিচালনা কমিটির সহসভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্তি পদ দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন আখড়ার পরিচালনা কমিটির সদস্য নিশিত রাউত, তপন কুমার নাগ, সৌমিত্র চৌধুরী শ্যামলু, তপন চৌধুরী টুটুল, প্রলয় দেব নাথ ঝন্টু, চন্দন পুরকাস্থ, রণজিত দত্ত, নারায়ণ পুরকাস্থ ফনি প্রমুখ। রেড ক্রিসেন্ট সোসাইটির সমাবেশ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও সমাবেশে শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজের শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকার আহবান জানিয়ে অধ্যাপক মিল্লাত বলেছেন- মানব সেবাই পরম ধর্ম। সিরাজগঞ্জ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য্য দেন সেলিনা বেগম স্বপ্না এমপি ও সিরাজগঞ্জ সরকারী কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক এসএম মনোয়ার হোসেন। রাবি ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি, প্রদীপ প্রজ্বলন, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন রাবির সাবেক উপাচার্য ও ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল খালেক। বিভাগের সভাপতি অধ্যাপক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বিভাগের অধ্যাপক মোর্বারা সিদ্দিকা প্রমুখ। কুষ্টিয়ায় গ্রেফতার ৬৮ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ৬৮ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩১ নবেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ ডিসেম্বর ॥ শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে শুক্রবার রাতে একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিলু মৃধা (২৫) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিলু মৃধা শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার পুত্র। জানা যায়, শ্রীপুর থানা পুলিশ উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে মিলু মৃধাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ ডিসেম্বর ॥ উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্র্ব চাকামইয়া গ্রামে পানিতে ডুবে ইসারুল (১৩মাস) নামের এক শিশুর মুত্যৃ হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন বাড়ির পুকুর থেকে ইসারুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবার নাম মুসা প্যাদা। সুন্দরবন এলাকায় বিদ্যুতকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবন সংলগ্ন এলাকায় বিদ্যুতকেন্দ্র নির্মাণসহ দূষণকারী শিল্পকারখানা বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে শনিবার বেলা সাড়ে ১০টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচীর আয়োজন করে। ক্লিন-টিআইবি-সনাক ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক এ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে কর্মসূচীতে ক্লিনের ক্যাম্পেন অফিসার নাসিম রহমান কিরণ, মুক্তিযোদ্ধা এমএ হালিম, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনিরুল হক বাচ্চু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নকারী সংস্থা খুলনার সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশের মাহবুব আলম প্রিন্স, স্পেসের সালাহ উদ্দীন টিটোল প্রমুখ উপস্থিত ছিলেন। সুন্দরবনে লঞ্চে অগ্নিকা- ॥ তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, মংলা, ৩ ডিসে¤¦র ॥ সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় পর্যটকবাহী লঞ্চে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদীজ্জামানকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন ও হাড়বাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। কমিটিকে আগুন লাগার কারণ নির্ণয় করে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া লঞ্চটি বনের মধ্যে অবস্থানকালে ভ্রমণ নীতিমালা ভঙ্গ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই লঞ্চের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বন বিভাগ। শুক্রবার সন্ধ্যায় হাড়বাড়িয়া ফরেস্ট ক্যাম্প সংলগ্ন খালে নোঙ্গর করে থাকা পর্যটকবাহী লঞ্চ এম ভি ফেলিকন-১ এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সহপাঠীর মুক্তি দাবিতে অবরোধ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় স্কুলছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার ওই ছাত্রের সহপাঠীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। গাজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পুরা উচ্চ বিদালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেনের মুক্তির দাবি ও মামলা প্রত্যাহারের দাবিতে তার স্কুলের সহপাঠী ও শিক্ষকরা মানববন্ধন করে। এ সময় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে তার বালুয়াকান্দি-রায়পুড়া সড়কও অবরোধ করে। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুক্তিযোদ্ধার ঘরে দুর্বৃত্তের আগুন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ ডিসেম্বর ॥ মুক্তিযোদ্ধা আব্দুল সালাম চোকদারের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার শেষ রাতে সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, স্বাধীনতা যুদ্ধের পর জমি কিনে দুধখালীতে বসবাস করে আসছেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম চোকদার। স্থানীয় ভূমিদস্যু আলী সরদার ও লোকমান সরদার বিভিন্ন সময় তার পরিবারকে হুমকি দেয়। এ নিয়ে আদালত ও থানায় একাধিক মামলা দায়ের হয়। মামলার জের ধরে শনিবার শেষ রাতে পেট্রোল দিয়ে মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে তার বসতঘরসহ সকল মালামাল পুড়ে ছাই যায়। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে মুক্তিযোদ্ধার পরিবার। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ব্যবসায়ীর বাসায় ডাকাতি নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩ ডিসেম্বর ॥ মৌলভীবাজার শহরের দ্বারক এলাকায় ব্যবসায়ী ফারুক আহমদের বাসায় ডাকাতি হয়েছে। শুক্রবার রাতে ডাকাত দল বাসার নাইটগার্ডকে হাত-পা বেঁধে বাসার জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ৭ কোটি টাকার ইয়াবা জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের এক লাখ পঁয়ত্রিশ হাজার ইয়াবা জব্দ করেছে। কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফের একটি টহল দল শনিবার দুপুরে স্টেশান কমান্ডর লে. কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্বে টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে সহিরং খাল সংলগ্ন জংগলে এ অভিযান চালায়।
×