ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়া ভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৫:৫৬, ৪ ডিসেম্বর ২০১৬

প্রাইমএশিয়া ভার্সিটিতে নবীনবরণ

প্রাইমএশিয়া ভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের ১৬২ এবং ১৬৩ ব্যাচসমূহের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি শীর্ষক সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাইমএশিয়া ভার্সিটির ট্রেজারার এ কে এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। অতিথি ছিলেন স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক এবং মাইক্রোবায়োলজি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. জাহেদ উদ্দিন মাহমুদ খান। বক্তব্য রাখেন ইনস্প্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোলের সিনিয়র ম্যানেজার হাসানুজাজামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. শুভময় দত্ত। -বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বে নোমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সিরেমনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ৪ হতে ২০ ডিসেম্বর পর্যন্ত ১৭ দিন যুক্তরাষ্ট্র অবস্থান করবেন। ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন। Ñবিজ্ঞপ্তি ঘোড়দৌড় প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল বিনয়পুর সেনপাড়া গ্রামের উদ্যমী তরুণদের আয়োজনে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় উৎসব। উৎসবে নির্মল আনন্দে উপচে পড়েছিল মানুষ। দেশের নানা প্রান্ত থেকে ঘোড়া নিয়ে এসেছে প্রতিযোগীরা। শুক্রবার দুপুরের পর থেকেই বিস্তীর্ণ মাঠের চারদিক থেকে দর্শকরা আসতে থাকে প্রায় বিলুপ্ত ঘোড়দৌড় উপভোগ করতে। বিকেল চারটার দিকে হালকা শীতের নরম রোদ আর বেলা পড়ে আসা আলোয় শুরু হয় উৎসব। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘোড়দৌড়ের উদ্বোধন ঘোষণা করলে শুরু হয় ঘোড়দৌড় উৎসব। শুরুতেই বি গ্রেডের প্রতিযোগীরা অংশ নেয়। মুক্তিযোদ্ধা ছাত্র জনতা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ ডিসেম্বর ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল সাঁওতালদের ব্যবহার করে গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তিনি বলেন, এই মিথ্যা মামলার প্রতিবাদে এই মুক্তিযোদ্ধা ছাত্র জনতা সমাবেশ। গোবিন্দগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ সভাপতিত্ব করেন।
×