ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরার আওতায় আসছে চসিকের সব স্থাপনা

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৬

সিসি ক্যামেরার আওতায় আসছে চসিকের সব স্থাপনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সকল স্থাপনা সিসি ক্যামেরার আওতায় আনার কর্মসূচী নিয়েছে সিটি কর্পোরেশন। এর আওতায় শনিবার ক্যামেরা স্থাপন করা হয়েছে চসিক কম্পিউটার ইনস্টিটিউটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে ক্যামেরার আওতায় আনা হবে। চসিক মেয়র বলেন, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে পরিত্রাণে সিসি ক্যামেরা সংযোজন করা হচ্ছে। কম্পিউটার ইনস্টিটিউট সিসি ক্যামেরার আওতায় আনার মধ্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থার এক ধাপ উন্নীত হলো। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার কম্পিউটার ইনস্টিটিউটের ভেতরে এবং বাইরে ৮টি ক্যামেরা সংযোগ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, গিয়াস উদ্দিন, নিলু নাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন, কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদ প্রমুখ। মার্চে পাবনা-ঢালার চর ট্রেন চালু হবে স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দেশের যাত্রী সাধারণের সুবিধার্থে রেলওয়ে পাকশী বিভাগসহ গোটা পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। গৃহীত পরিকল্পনা অনুয়ায়ী ইতোমধ্যে অনেক প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিছু প্রকল্পের কাজ চলছে। শীঘ্রই আরও কিছু প্রকল্পের কাজ শুরু হবে। এসব প্রকল্পের কাজ সম্পন্ন হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের আমূল পরিবর্তন হবে। আগামী মার্চে ঈশ্বরদী, পাবনা-ঢালারচর রেললাইনে ট্রেন চালু হবে। এতে ঈশ্বরদী ও পাবনার মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এলাকারও ব্যাপক উন্নয়ন হবে। আজিমনগর থেকে ঈশ্বরদী হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুত নির্মাণ কেন্দ্র পর্যন্ত ডবল রেললাইন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এলাকা পরিদর্শনে আসার পর শনিবার সকালে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে ডিআরএম অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এডিজি (আই) কাজী রফিকুল আলম, এডিজি (অপারেশন) হাবিবুর রহমান, এডিজি (আরএস) শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম, প্রধান প্রকৌশলী রমজান আলী, সিওপিএস বেলাল উদ্দিন, পিডি সুবক্তগীন, ডিসিও আহসান উল্লাহ ভূইয়া, ডিইএন/১ আসাদুল হক, ডিটিও শওকত জামিল মৌসীসহ পাকশী বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য দেন। সাব-রেজিস্ট্রারকে মারধর ॥ আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ ডিসেম্বর ॥ মেলান্দহে চাঁদার দাবিতে উপজেলা সাব-রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় শনিবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মেলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান জাহেদী সফেন এবং তার সহযোগীরা চাঁদার দাবিতে ৩০ নবেম্বর দুপুরে মেলান্দহ উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে আলমকে মারধর এবং সাব-রেজিস্ট্রি অফিসের আসবাবপত্র ভাংচুর করেন। এ সময় অন্যরা ফেরাতে এলে তাদেরও বেধড়ক পিটুনি দেয়া হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মহসিন আলী বাদী হয়ে মেলান্দহ থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।
×