ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম ॥ কাজ শেষ না করেই বিল উত্তোলন

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৬

সুন্দরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম ॥ কাজ শেষ না করেই বিল উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ ডিসেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলায় মালভাঙ্গা পাতা ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ সীমাহীন অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করা হয়েছে। বিল উত্তোলনের ৬ মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ব্রিজ নির্মাণ কাজ অসমাপ্ত হয়ে আছে। ফলে ওই এলাকার জনগণের পথ চলাচল ও যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে সুন্দরগঞ্জ উপজেলায় ১২টি ব্রিজের দরপত্র আহ্বান করে। এসব ব্রিজের মোট বরাদ্দ দেয়া হয় সাড়ে ৩ কোটি টাকা। এরমধ্যে চ-িপুর ইউনিয়নের পূর্ব চ-িপুর গ্রামে ৪০ ফুট দীর্ঘ মালভাঙ্গা পাতা ব্রিজ নির্মাণের জন্য ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ মোতাবেক অন্যান্য কার্য সম্পন্ন করে সুরভী এন্টারপ্রাইজকে কাজ দেয়া হয়। ব্রিজ নির্মাণের কাজ ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার কথা। কিন্তু সরকারী নিয়মকে উপেক্ষা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ঠিকাদার যোগসাজশে কাজ না করেই ৩০ জুনের মধ্যে বিল উত্তোলন সম্পন্ন করেন। এরই মধ্যে ব্রিজের দৈর্ঘ্য ১০ ফিট বাড়ানো হয় এবং ডিজাইনের বাইরে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়। বরাদ্দ বাড়ানো হয় ১৪ লাখ টাকা। মোট বরাদ্দ দাঁড়ায় ৫৬ লাখ টাকা। যা পূর্বেই উত্তোলন করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান নি¤œমানের নির্মাণ সামগ্রী ও রড কম দিয়ে ব্রিজের সøাব ঢালাইয়ের কয়েকদিনের মধ্যে তা ধ্বসে পড়ে। এরপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ এলাকায় আসছে না। তাই নির্মাণাধীন ব্রিজটি ভেঙ্গে প্রাক্কলন মোতাবেক নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন জানান, নির্মাণ কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহারসহ প্রকল্প কাজে অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরকে তিনি জরুরী ভিত্তিতে বিষয়টি অবহিত করেছেন। প্রযুক্তি ও প্রগতির পথে এগিয়ে যাবে দেশ ॥ পলক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ ডিসেম্বর ॥ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তি ও প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রযুক্তির অপার সম্ভাবনার সুযোগকে কাজে লাগিয়ে আজ তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যক্ষভাবে নেতৃত্বে ও নির্দেশনা দিচ্ছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যে কারণে খুবই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আইসিটি খাত আজ বিশ্বব্যাপী প্রশংসিত। শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
×