ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দম্পতিসহ তিন লাশ উদ্ধার

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছে। সিলেটে দম্পতি ও লক্ষ্মীপুরে ভাঁটি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার সাতপুকুরিয়া জোতগোপাল গ্রামে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। নিহতের নাম খাইরুল ইসলাম (৪২)। তিনি ওই গ্রামের মুনসর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে বড়ভাই শাফিকুল ইসলাম ও ছোটভাই খাইরুল ইসলামের স্ত্রীদের মধ্যে প্রথমে বাগ্বিত-া শুরু হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী দুই ভাইও এ বিতর্কে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে বড়ভাই শফিকুল ইসলাম তার হাতে থাকা বাঁশ দিয়ে ছোটভাই খাইরুল ইসলামকে আঘাত করে। এতে খাইরুল ইসলাম সেখানেই টলে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাপসাপাল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর বড়ভাই শফিকুল তার পরিবার নিয়ে পালিয়ে যায়। সিলেট ॥ সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর এবং ঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দম্পতির নাম গিয়াস উদ্দিন (৪০) এবং জেসমিন বেগম (৩২)। তারা ৪ সন্তানের জনক-জননী। স্থানীয় সূত্র জানায়, গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোন এক সময় তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে স্ত্রী জেসমিন বেগম হার্টএ্যাটাক করে মারা যান। লক্ষ্মীপুর ॥ কমলনগর উপজেলার চরকাদিরা থেকে মোঃ নূরনবী (৪৫) নামে এক ইটভাঁটির শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর শনিবার বেলা ১১টার দিকে তদন্তের জন্য লক্ষ্মীপুর এক শ’ শয্যার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কমলনগর থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার চরকাদিরা গ্রামে নিহতের বসতবাড়ির পাশে একটি গাছ থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
×