ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী ও গৃহবধূ নিহত

প্রকাশিত: ০৫:৫৪, ৪ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী ও গৃহবধূ নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝিনাইদহে নসিমনের ধাক্কায় স্কুলছাত্রী, নীলফামারীতে পিক আপের ধাক্কায় গৃহবধূ নিহত ও পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকু-ুতে নসিমনের ধাক্কায় কনিকা খাতুন (৭) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে হরিণাকু-ু-ঝিনাইদহ সড়কের পারদখলপুরে এ দুর্ঘটনা ঘটে। সে পারদখলপুর গ্রামের জিনারুল ইসলামের মেয়ে। হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, দুপুর ২টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। হঠাৎ নসিমনটি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পারদখলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। নীলফামারী ॥ পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া আহমেদ (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় বেঁচে গেছে স্বামী ও শিশুসন্তান। শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে ডোমার-চিলাহাটি সড়কের বটতলীতে। নিহত তানিয়া ডোমার পৌরসভার ছোটরাউতা ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বামী স্ত্রী ও তাদের একমাত্র সন্তানসহ তারা মোটরসাইকেলে চিলাহাটি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক হতে আসা পিকআপটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তানিয়া মারা যায়। পটিয়া চট্টগ্রাম ॥ ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তার নাম দেলোয়ার হোসেন। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের বদিউল আলমের পুত্র। তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুঘর্টনা ঘটে। ঘটনার পর পরেই এলাকার লোকজন মহা সড়কে ব্যারিকেড দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
×