ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাংচুর, গুলি

প্রকাশিত: ০৫:৫৪, ৪ ডিসেম্বর ২০১৬

খুলনায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাংচুর, গুলি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় মনোনয়নপত্র বাছাই শেষে বের হওয়ার সময় শনিবার বিকেল পৌনে ৩টার দিকে জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে প্রার্থী অজয় সরকারের পেট কেটে যায় এবং তার গাড়ি ভাংচুর করা হয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার জন্য জেলা আওয়মী লীগের নেতা কামরুজ্জামান জামাল ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদের অনুসারীদের দায়ী করেছেন অজয় সরকার। জানা গেছে, শনিবার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। দুপুর ১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অজয় সরকার তার সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন। তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করার পর আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী অজয় সরকারের কর্মীদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের কিল-ঘুষি মারা হয়। এতে ৪ জন আহত হয়। চেয়ারম্যান প্রার্থী অজয় সরকার অভিযোগ করেন, পুলিশের নিরাপত্তায় নিচে নামার পরও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের অনুসারীরা তার ওপর হামলা চালায়। তারা একাধিকবার ক্ষুর দিয়ে আঘাত ও রামদা দিয়ে কোপ দেয়ার চেষ্টা করেছে। পুলিশ ঘিরে রাখায় একটি কোপ পেটের বাম পাশে লাগে। দ্রুত হাসপাতালে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হামলা হয়েছে। দুটি শব্দও শুনেছি। তবে সেটা গুলি কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব। প্রার্থী আজয় সামান্য আহত হয়েছেন, তবে তা ধারালো অস্ত্রের আঘাতে। হামলার অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেন, অজয় সরকারের অনুসারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ সম্পর্কে কটূক্তি করলে সাধারণ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অজয়ের বিপক্ষে সেøাগান দিলে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ অজয়কে বের করে গাড়িতে তুলে দেয়। যাওয়ার সময় অজয় নিজেই দুই রাউন্ড গুলি ছুড়েছে।
×