ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৩, ৪ ডিসেম্বর ২০১৬

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ ডিসেম্বর ॥ অশোক রায় নামের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকগণ মিলে প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেছে। এদিকে এ অনৈতিক কর্মকা-ের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় লোকজন। তবে এ ঘটনার পর থেকে লম্পট শিক্ষক অশোক রায় স্কুল ছেড়ে পলাতক রয়েছে বলে একাধিক সূত্র জানায়। ভুক্তভোগী ছাত্রীদের পরিবার সূত্রে জানা গেছে, শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায় রাতের আঁধারে বিভিন্ন সময় হোস্টেলে থাকা ছাত্রীদের রুমে গিয়ে কুপ্রস্তব দিয়ে আসছে। তাতে কোন ছাত্রীরা সাড়া না দিলে তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেবে এবং বিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি- ধামকি দেয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে নিরুপায় হয়ে শিক্ষকের যৌন হয়রানির বিষয়গুলো ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস ও থানার ওসি বরাবর লম্পট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষক অশোক রায় এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ভবন সংস্কারণের নামে কাজ না করে অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াতের চার কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০ বোতল ফেনসিডিল, ১৫ ইয়াবা, ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১৯, কলারোয়া থানার ১১, তালা থানার ২, কালিগঞ্জ থানার ৯, শ্যামনগর থানার ৭, আশাশুনি থানার ৪, দেবহাটা থানার ৩ ও পাটকেলঘাটা থানার ৩ জন রয়েছেন। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। তাদের কারাগারে পাঠানো হয়েছে। শীতার্তদের কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিবছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ‘দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশন’। শনিবার সকালে দিনাজপুর জিমন্যাসিয়ামে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম। জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানকে শীতার্তের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংগঠনের সভাপতি ডাঃ আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারওয়ার জাহান বাবু, আজাহার আলী, হারুন-আল-রশিদ, রফিকুল ইসলাম, আলাউদ্দীন, গোরাঙ্গ রায়, সাজেদুর রহমান শিলু, মীম । বীমানা লাইফ টাইম এ্যাওয়ার্ড প্রদান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ পিপল্স হসপিটাল রিসার্স এডুকেশন এ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী ডাঃ মাওলানা মোঃ মুয়াজ্জেম হুসাইন ননীকে সম্প্রতি বীমানা লাইফ টাইম এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়েছে। আমেরিকার ক্যালিফরনিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা-৩৬ এ্যানুয়াল কনভেনশনে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডাঃ ননী তার পুরো অর্জন বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন।
×