ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোনা পানিতে ৩০ হাজার মানুষ বিপাকে

প্রকাশিত: ০৫:৫২, ৪ ডিসেম্বর ২০১৬

লোনা পানিতে ৩০ হাজার মানুষ বিপাকে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ ডিসেম্বর ॥ আলীপুর বাজারে পশ্চিম দিকের পাঁচ ভেন্টের সøুইসটি সম্পূর্ণভাবে বাঁধসহ বিধ্বস্ত হওয়ার প্রায় এক বছর পরও মেরামত করা হয়নি। ফলে অবিরত লোনা পানি ওঠা-নামা করায় বেড়িবাঁধের অভ্যন্তরের ফাঁসিপাড়া, কচ্ছপখালী খালে লোনা পানির প্রবাহে অন্তত ৩০ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে। তাদের ব্যবহারের পানির সঙ্কট পড়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা শিশুরা এবং মালবাহী কোন যানবাহন চলাচল করতে পারছে না। সøুইস সংলগ্ন হাতেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিচ বেগম জানান, এ বছর বর্ষা মৌসুমে আলীপুর থেকে বহু শিশু মাসের পর মাস ক্লাস করতে পারেনি সøুইসসহ বাঁধ ভাঙ্গার কারণে। তিনি উদাহরণ টেনে বলেন, ক্লাস থ্রির অধিকাংশ শিশুর বাড়ি আলীপুরে, তাদের উপস্থিতি কমে অর্ধেক হয়ে গেছে যোগাযোগ সমস্যায়। লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাঈদ ফকির জানান, পানি উন্নয়ন বোর্ডের ৪৮ নম্বর পোল্ডারের এই স্লুইসটি ওয়াপদার বাঁধসহ আশি^ন মাসে ভেঙ্গে গোটা এলাকা ডুবে যায়। লোনা পানিতে সব ডুবে যায়। লতাচাপলীর খাজুরা, নাইয়রীপাড়া, কলাইয়াপাড়া, মনথেপাড়া, ফাঁসিপাড়াসহ কুয়াকাটা পৌরসভার অর্ধেক মানুষ চরম বিপদে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। পরে অনেক দেন-দরবার করলে পানি উন্নয়ন বোর্ড আশি^ন মাসে জিও টেক্সটাইল ব্যাগে বালু ভরে যোগাযোগ ব্যবস্থা কোনমতে সচল করেছে। কিন্তু এখনও লোনা পানি সব সময় ওঠা-নামা করছে। বর্তমানে হাজার হাজার পরিবার ব্যবহারের পানির সঙ্কটে পড়েছে। কৃষিকাজ বন্ধ হয়ে যাচ্ছে। রবিশস্য ফলাতে পারছে না। গবাদিপশু এ পানি খেয়ে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ওই সøুইসটিসহ ৪৮ নম্বর পোল্ডারের সম্পূর্ণ বেড়িবাঁধ খুব শীঘ্রই আধুনিকভাবে বন্যা কিংবা জলোচ্ছ্বাস প্রতিরোধের মতো করে পুনর্নির্মাণ করা হবে। প্রায় ৩৯ কিমি বেড়িবাঁধের সম্পূর্ণটা পুনর্নির্মাণ করা হচ্ছে। বিশ^ব্যাংকের সহায়তায় প্রায় ১৪০ কোটি এজন্য ব্যয় বরাদ্দ রয়েছে। এ প্রকৌশলী জানান, ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কার্যাদেশ দেয়ার প্রক্রিয়া চলছে। শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম ও অভিভাবক সফর আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে শনিবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রন্টের বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, রেজাউল করীম, হানিফ হোসেন তালুকদার, কবীর হোসেন, আব্দুল আলিম, আব্দুল কাসেম, আব্দুল আউয়াল, অধ্যাপক শাখাওয়াত হোসেন, নেছার উদ্দিন, তাহমিনা বেগম প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
×