ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫:৫১, ৪ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ। শনিবার রাজধানীর কলাবাগানস্থ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসর। বঙ্গবন্ধু পরিষদের নেতা ডাঃ এস এ মালেকের সভাপতিত্বে সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন বীরবিক্রম, বঙ্গবন্ধু পরিষদের নেতা আবদুল মতিন, এ্যাডভোকেট আবদুস সালাম, আলাউদ্দিন আমিনুল বাহার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রীকে বহনকারী বুদাপেস্টগামী ফ্লাইটের জরুরী অবতরণের ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। গুলশান সোসাইটি এলাকার উন্নয়নে ডিএনসিসির সহযোগী হয়ে কাজ করছে ॥ মেয়র আনিসুল এলাকার উন্নয়ন কাজে গুলশান সোসাইটির প্রশংসা করে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, গুলশান সোসাইটি ডিএনসিসির সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কাজে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি বলেন, অচিরেই উন্নয়নের সুফল দৃশ্যমান হবে। সে পর্যন্ত ধৈর্য ধরার জন্য তিনি এলাকাবাসীকে অনুরোধ করেন। আনিসুল হক শুক্রবার গুলশান সোসাইটির বার্ষিক আনন্দ অনুষ্ঠান ‘জীবন উৎসবে’ ভাষণদানকালে এসব কথা বলেন। গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম সামসুল হুদার সভাপতিত্বে আনন্দমেলায় প্রধান অতিথির ভাষণে মঞ্জুর এলাহী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এলাকাবাসীকে আর্থিক সহযোগিতার অনুরোধ করেন। ড. সাসসুল হুদা তার উদ্বোধনী ভাষণে গুলশান সোসাইটির গৃহীত কর্মসূচীর সংক্ষিপ্ত বিবরণ দেন। সমাপনী ভাষণে সোসাইটির সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার ওমর সাদাত উন্নয়ন কাজে এলাকাবাসী সহযোগিতা দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান উপলক্ষে একটি মনোরম স্যুভেনির প্রকাশ করা হয়। হলভর্তি অতিথিরা মনমাতানো দু’ঘণ্টাব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড দল ‘জলের’ নতুন গায়কী ধারায় অসাধারণ পরিবেশনা। -বিজ্ঞপ্তি
×