ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাফিজুর রহমান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

প্রকাশিত: ০৪:০৮, ৪ ডিসেম্বর ২০১৬

হাফিজুর রহমান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

মোঃ হাফিজুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি খুলনায় প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে খুলনার ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এক ঘণ্টার ধর্মঘট পালন ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি খুলনা অঞ্চলের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই মামনববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি খুলনা অঞ্চলের সভাপতি রেজাউল করিম। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএ কাফী, ব্যবসায়ী নেতা এ মুনসুর আহমেদ প্রমুখ। ব্যবসায়ীরা জানান, বর্তমানে সর্বনিম্ন ভ্যাট ২০ হাজার টাকা করা হয়েছে। খুলনার ব্যবসাবাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে এ অঞ্চলের ব্যবসায়ীদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। ব্যবসায়ী নেতারা অবিলম্বে প্যাকেজ ভ্যাট বহাল, গত বছরের মতো ভ্যাটের হার ১০ হাজার টাকা বজায় রাখাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ বন্ধের দাবি জানান। চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমছে না দেশে আমদানি-রফতানির সঙ্গে কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা না বাড়ায় নতুন কন্টেইনার টার্মিনাল করেও চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমছে না। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো নতুন এনসিটিতে জাহাজ বেশি ভিড়লেও অত্যাধুনিক ক্রেন না থাকায় প্রায়ই কন্টেইনার নিয়ে বিপাকে পড়ছেন বন্দর ব্যবহারকারীরা। ফলে বন্দর কনটেইনার রাখতে গিয়ে অতিরিক্ত মাসুলও গুনতে হচ্ছে তাদের। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে স্বর্ণ সংরক্ষণেও সীমাবদ্ধতা ৫০০ ও ১০০০ রুপীর নোট বাতিল নিয়ে পুরো ভারতে এখন তোলপাড়। এরই মধ্যে ব্যক্তিগত স্বর্ণ সংরক্ষণেও সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার। এখন থেকে ভারতের বিবাহিত নারীরা জ্ঞাত আয় বহির্ভূতভাবে সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ সংরক্ষণ করতে পারবেন। এ বিষয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এখন থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বর্ণেরও একটি হিসাব থাকতে হবে। এই ধরনের স্বর্ণ রাখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কর রেয়াতের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, কারও উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বর্ণের যদি কোন বৈধ উৎস নাও থাকে, তবুও একজন বিবাহিত নারী সর্বোচ্চ আধা কেজি স্বর্ণ রাখতে পারবেন। আর অবিবাহিত নারীদের ক্ষেত্রে এই সীমা ২৫০ গ্রাম। এই পরিমাণ স্বর্ণের জন্য আলাদা করে কোন কর দিতে হবে না। নতুন আইন অনুযায়ী, একজন পুরুষ সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ রাখতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×