ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রপিক্যাল মেডিসিন ও ট্রক্সিকোলজি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০৭, ৪ ডিসেম্বর ২০১৬

ট্রপিক্যাল মেডিসিন ও ট্রক্সিকোলজি সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ট্রক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন এবং শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশ ট্রপিক্যাল মেডিসিন ও ট্রক্সিকোলজি’র ৫ম জাতীয় সম্মেলন সম্প্রতি মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এ্যান্ড সার্জনস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশ ও বিদেশ থেকে সর্বমোট ৫০০ জন চিকিৎসক, ট্রক্সিকোলজিস্ট, বায়োলজিস্ট, ওয়াইল্ড লাইফ এক্সপার্ট এবং প্রশিক্ষরনত মেধাবী ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন। ২ দিনব্যাপী এই সম্মেলনে মোট ১৫টি সেশনে ৫০টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়েন্ট চীফ পল্যানিং ডাঃ মহিউদ্দীন ওসমানী, সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদুল আলম এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর খান আবুল কালাম আজাদ। সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর রিদওয়ানুর রহমান পুরো সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন টক্সিকোলজি সোসাইটির সভাপতি প্রফেসর এম. এ ফয়েজ। বক্তারা ট্রপিক্যাল মেডিসিন ও ট্রক্সিকোলজি বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকার ও বেসরকারী সংস্থাসমূহ একসঙ্গে কাজ করার অঙ্গীকারসহ এগিয়ে যাওয়ার বিষয়ে আলোকপাত করেন। এ সময় আলোচ্য বিষয়ে পর্যাপ্ত বিশেষজ্ঞ, টেস্ট, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ, জরুরী ও নিয়মিত সেবাসমূহ এবং আধুনিক চিকিৎসার গুরুত্বপূর্ণ পদ্ধতিসমূহের ওপর আলোকপাত করা হয়। সম্মেলন শেষে ‘ঢাকা ডিক্লারেশন-২০১৬’ নামে পুরো সম্মেলনের ১০টি নির্দেশনা পড়ে শোনান ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ রোবেদ আমিন।
×