ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে করদাতার সংখ্যা ২৪ লাখ

প্রকাশিত: ০৪:০৭, ৪ ডিসেম্বর ২০১৬

দেশে করদাতার সংখ্যা ২৪ লাখ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে এই মুহূর্তে করদাতার সংখ্যা ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ২০১৬-১৭ করবর্ষে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জন করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ করবর্ষে এনবিআর ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকার আয়কর আদায় করেছে। প্রসঙ্গত, ৩০ নবেম্বর ছিল আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। গতবার সব মিলিয়ে প্রায় ১২ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছিলেন। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে তিন লাখ নতুন টিআইএনধারীর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রথম চার মাসেই পাঁচ লাখের বেশি টিআইএন দেয়া হয়েছে। গত বুধবার পর্যন্ত ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭টি। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত বুধবার পর্যন্ত মোট আয়কর সংগ্রহ হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২০৭ শতাংশ। এনবিআর কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে করদাতার সংখ্যা ২৫ লাখের কাছাকাছি পৌঁছেছে। অল্প দিনের মধ্যেই করদাতার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যাবে। এনবিআরের কর্মকর্তাদের চেষ্টার পাশাপাশি করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বছর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। সবচেয়ে বেশি রিটার্ন জমাও হয়েছে এ বছর। চলতি অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৩ হাজার কোটি টাকা আদায় করবে এনবিআর। যে সব করদাতা বুধবারও রিটার্ন জমা দিতে পারেননি তারা নির্ধারিত করের ওপর মাসে ২ শতাংশ হারে সুদ দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। রাসিকের বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে হরতালের ডাক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে রাজশাহী মহানগরীতে আগামী ১১ ডিসেম্বর আধাবেলা হরতালের ডাক দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। শনিবার বেলা ১১টায় নগরীর সোনাদিঘি মোড়ে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ এই হরতাল কর্মসূচী ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই সিটি কর্পোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরবাসীর এই দাবি অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় থাকায় আমরা আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, ‘আমরা আদালতেরও শরণাপন্ন হয়েছি। এরই মধ্যে হাইকোর্ট থেকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স ‘কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন, যা আন্দোলনের শক্তি বাড়িয়েছে। সিটি করপোরেশন তার সিদ্ধান্তে অনড় থাকায় হরতালের ডাক দেয়া হলো। বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছাড়াও অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ও ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ফি বাতিল ও সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সকল ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখারও আহ্বান জানান তারা।
×