ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে মসলিন ক্যাপিটাল

প্রকাশিত: ০৪:০৫, ৪ ডিসেম্বর ২০১৬

নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে মসলিন ক্যাপিটাল

নতুন কোম্পানিতে বিনা শর্তে বিনিয়োগ করতে আগ্রহী মসলিন ক্যাপিটাল লিমিটেড। প্রাইভেট ইকোয়েটি, ভেঞ্জার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ড এই তিনটি ক্যাটাগরিতে ইনভেস্ট করবে আগস্ট ২০১৬ তে মার্কেটে আসা এই কোম্পানি। ৩ ক্যাটাগরির ইনভেস্টমেন্ট সম্পর্কে কোম্পানির স্ট্রাটেজি অ্যান্ড ইনোভেশন বিভাগের সহকারী সানজিদা পারভিন জানান, যে সব কোম্পানি দুই বছরের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনায় আছে তাদের ক্ষেত্রে ইনভেস্ট করা হবে প্রাইভেট ইকোয়েটি ফান্ড থেকে। তবে এক্ষেত্রে আমাদের কোম্পানি ৫০ শতাংশের নিচে ইনভেস্ট করবে। তবে কোনো কোম্পানির পরিচালনায় যাব না আমরা। কিন্তু মনিটরিং করা হবে। তিনি আরও জানান, ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড থেকে ইনভেস্ট করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। এ সময় কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৬.৫৬ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে। এই তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে- ফরচুন সুজের ১৭.২৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.৬৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৬.৬৭ শতাংশ, হাক্কানি পাল্পের ১৬.০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫.৭৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৫.০৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ১৩.৭৭ শতাংশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১২.৭৯ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×