ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন কর্পোরেট আইনে পরিবর্তন আসছে ॥ বিএসইসি কমিশনার

প্রকাশিত: ০৪:০৪, ৪ ডিসেম্বর ২০১৬

নতুন কর্পোরেট আইনে পরিবর্তন আসছে ॥ বিএসইসি কমিশনার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন কর্পোরেট আইনে পরিবর্তন আসছে। কোম্পানির সুশাসন সংক্রান্ত বিষয়ে যে দুর্বলতা রয়েছে তা অনেকাংশ দূর হয়ে যাবে। কোম্পানির সুশাসন আরও সুদৃঢ় হবে। শনিবার ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোতে ‘তালিকাভুক্ত কোম্পানির সুশাসন : বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিএসইসি কমিশনার স্বপন কুমার বালা এ মন্তব্য করেন। স্বপন কুমার বালা বলেন, নতুন কর্পোরেট গবর্নেন্স আইনে অনেকগুলো বিষয় থাকছে। কোম্পানি ও তার ম্যানেজমেন্ট আইনের ফাঁকফোকর দিয়ে যাতে কেউ কোন সমস্যা করতে না পারে- নতুন আইনে সে বিষয়গুলো প্রধান্য পাচ্ছে। তিনি বলেন, কোম্পানির স্বতন্ত্র পরিচালক নির্বাচনের ক্ষেত্রে নানা সিস্টেমে আত্মীয় স্বজনকে যোগসাজশ করে অনেক কোম্পানি প্রাধান্য দিয়ে থাকে। নতুন কর্পোরেট আইনে সেই সুযোগ থাকবে না। ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনার ক্ষেত্রে তিনি বলেন, আমরা মার্চেন্ট ব্যাংকগুলোকে ইতোমধ্যে তাগিদ দিয়েছি ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনার ক্ষেত্রে। তারা ভাল আইপিও ইস্যু নিয়ে আসুক। রেগুলেটর আইপিও আনবে এমন চর্চা পৃথিবীর কোথাও নেই। তিনি মার্জার নিয়ে বলেন, দুটি কোম্পানির মার্জার হওয়ার বিষয়টি এখন বেশ পরিচিতি পাচ্ছে। কোম্পানিগুলো হাইকোর্টের অনুমতি নিয়েই আবেদন করছে। তবে সেখানে অনেক সমস্যা থেকেই যাচ্ছে। এসব সমস্যারও সমাধান হবে। ডিভিডেন্ড পলিসি ও স্টক এক্সচেঞ্জগুলো নিয়ে কোন অভিযোগ থাকলে বিএসইসি খতিয়ে দেখবে বলে জানান তিনি। সেমিনারে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ এফসিএমএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু এফসিএ। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লা, ডিবিএ সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ সাদেক, আইসিএবির সাবেক সভাপতি ও শাইনপুকুর সিরামিকের সিইও হুমায়ুন কবীর, আইসিএমএবির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ।
×