ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামীতে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি ৪ গুণ বাড়বে

প্রকাশিত: ০৪:০৪, ৪ ডিসেম্বর ২০১৬

আগামীতে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি ৪ গুণ বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ৯ বছরে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি ১০ দশমিক ০৩ শতাংশ। এখন দেশে মাথাপিছু সিমেন্ট ব্যবহার হচ্ছে ১২৪ কেজি। মাথাপিছু সিমেন্ট ব্যবহার ৬০০ কেজি হওয়ার পর ফের রিকন্সট্র্যাকশনে আসে। তাই বলা যায়, বাংলাদেশে আগামীতে সিমেন্ট ব্যবসা আরও ৪ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোতে ‘বাংলাদেশের সিমেন্ট শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বৃহস্পতিবার শুরু হয়েছে এ এক্সপো। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান গবেষণা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বাংলাদেশ জনবহুল দেশ। তারপরও দেশের অর্থনীতি অগ্রসরমান। জায়গা সঙ্কটের কারণে আমাদের অবশ্যই বহুতল ভবন নির্মাণ করতে হবে। ঢাকাসহ বিভিন্ন শহরে নগরায়ন বাড়ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এ্যালিভ্যাট এক্সপ্রেস, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বিভিন্ন বড় বড় অবকাঠামো নির্মাণ হচ্ছে। এমআই সিমেন্ট ফ্যাক্টরির প্রধান অর্থ কর্মকর্তা শাহরিয়ার ইশতিয়াক হালিম বলেন, বাংলাদেশে সিমেন্ট খাতের সম্ভাবনা সুদূরপ্রসারী। তবে কাঁচামাল আমদানি, প্রযুক্তির ব্যবহার এবং ভিআইআরএম ব্যবহার এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা মাসুদ খান বলেন, গত ৯ বছরে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ। এখন দেশে মাথাপিছু সিমেন্ট ব্যবহার হচ্ছে ১২৪ কেজি। মাথাপিছু সিমেন্ট ব্যবহার ৬০০ কেজি হওয়ার পর ফের রিকন্সট্র্যাকশনে আসে। তাই বলা যায় বাংলাদেশে আগামীতে সিমেন্ট ব্যবসা আরও ৪ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বসুন্ধরা গ্রুপের কোম্পানি সেক্রেটারি নাসিমুল হাই বলেন, দেশের পাকা রাস্তাগুলো বিটুমিনের পরিবর্তে আরসিসি করার উদ্যোগ গ্রহণ করেছে। এটা করা হলে সিমেন্টের ব্যবহার বহুগুণ বাড়বে। ফলে এ খাতের ব্যবসায়িক প্রবৃদ্ধিও বাড়বে। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। শেয়ারহোল্ডারদের ব্যাপক আস্থা অর্জন করেছে মেঘনা সিমেন্ট। বসুন্ধরা পেপারকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, আগামী দেড় বছরের মধ্যে বসুন্ধরা পেপার তালিকাভুক্ত হবে। এটি তালিকাভুক্ত হলে পর্যায়ক্রমে বসুন্ধরা সিমেন্ট কোম্পানিও পুঁজিবাজারে আসবে। প্রিমিয়ার সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা শফিকুল ইসলাম তালুকদার বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশের মাথাপিছু সিমেন্ট ব্যবহার অনেক কম। দেশের অর্থনীতির সব সূচক এগিয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে সিমেন্ট ব্যবহার বহুগুণ বাড়বে।
×