ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:০৩, ৪ ডিসেম্বর ২০১৬

অ ন্য র ক ম

নিয়মিত আপডেট না করায় নিউজিল্যান্ড থেকে ভারতের মুম্বাই আসার পথে এক দম্পতি সিঙ্গাপুর এয়ারপোর্টে ভিসা জটিলতায় দুই ছেলে-মেয়েসহ আটকা পড়েছেন। ভারতে জন্মগ্রহণকারী এই দম্পতি এখন নিউজিল্যান্ডের নাগরিক। জানা গেছে, ভারতীয় সরকারী ওয়েবসাইটি নিয়মিত আপডেট না করায় তারা এই বিড়ম্বনার শিকার হয়েছেন। একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা নিউজিল্যান্ড থেকে ভারতে আসছিলেন। ১০ ডিসেম্বর ওই বিয়ের অনুষ্ঠান হবে কিন্তু তারা এতে যোগ দিতে পারবেন কিনা তা নিশ্চিত নয়, কারণ সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় ই-ভিসা অনুমোদন করেনি।-মুম্বাই মিরর নাৎসি সৈন্যের বদান্যতা সাবেক নাৎসি সৈন্য হেনরিখ স্টেনমেয়ার তার জীবনের যাবতীয় সঞ্চয় বাবদ চার লাখ পাউন্ড স্কটল্যান্ডের একটি গ্রামকে দান করে দিয়ে গেছেন। ১৯৪৪ সালের আগস্ট থেকে ওই গ্রামের একটি বন্দীশালায় তিনি আটক ছিলেন। যুদ্ধের শেষে বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পর তিনি আর কখনও যুদ্ধক্ষেত্রে ফিরে যাননি বরং ওই গ্রামের উন্নয়নে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭০ সালে তিনি সেখানে একটি ঘর তৈরি করে ব্যবসা-বাণিজ্য করতে থাকেন। তিনি ২০১৪ সালে ৯০ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৭ বছর বয়সে হিটলারের কুখ্যাত ওয়াফেন এসএসে যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে তিনি তার সমুদয় সম্পত্তি ওই গ্রামবাসীর কল্যাণে উৎসর্গ করেন। হেনরিক স্টেনমেয়ার সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।-টেলিগ্রাফ কেন আমরা পিছিয়ে থাকব ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টি ও সহসভাপতি রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট সম্মতি বেশ কবার হ্যাকড হয়েছে। এই ঘটনায় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি দিগি¦জয় সিং শনিবার বলেছেন, ভারত এখন হ্যাকিং দক্ষতায় চীনের সমকক্ষ হতে চলেছে। বলা হয়ে থাকে চীন হ্যাক করার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয়। ভারত এ বিষয়ে পিছিয়ে থাকবে কেন। তিনি বলেন, ‘চীন না ভারত কে ভাল হ্যাকার? এই নিয়ে ভবিষ্যতে প্রতিযোগিতা হলে আমাদের স্বর্ণপদক পাওয়ার সম্ভাবনা রয়েছে।’-টাইমস অব ইন্ডিয়া
×