ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০ ঘণ্টা পর ‘নবান্ন’ ছাড়লেন মমতা

প্রকাশিত: ০৪:০৩, ৪ ডিসেম্বর ২০১৬

৩০ ঘণ্টা পর ‘নবান্ন’ ছাড়লেন মমতা

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সড়কের টোলপ্লাজায় সেনা মোতায়েন ও তল্লাশির প্রতিবাদে রাজ্য সচিবালয় ‘নবান্নে’ ৩০ ঘণ্টার বেশি সময় অবস্থানের পর শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কালীঘাটে নিজ বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর ওয়েবসাইটের। সচিবালয় ছাড়ার আগে মমতা বলেন, কেন্দ্র আমাদের নিপীড়ন করতে চাইছে। আমরা আইনিভাবে এর বিরুদ্ধে লড়ব। মমতার নবান্ন ছাড়ার এক ঘণ্টা আগে জলপাইগুড়ির ঘোষপুকুর টোল বুথ থেকে সর্বশেষ সেনা ট্রাক চলে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন টোলপ্লাজায় সেনা মোতায়েন করা হলে মমতা বৃহস্পতিবার দাবি করেন, রাজ্য সরকারকে না জানিয়েই এটা করা হয়েছে। সেনা প্রত্যাহার না হলে রাজ্য সচিবালয় ছাড়বেন না বলে ঘোষণা দেন তিনি। তার অভিযোগ নাকচ করে সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, এটা সেনাবাহিনীর নিয়মিত মহড়ার অংশ। এ বিষয়ে রাজ্য সরকারকে আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রচ্ছন্ন হুমকি দিয়ে মমতা প্রশ্ন তুলেন, রাজ্যকে না জানিয়ে কি করে মুখ্য প্রশাসনিক ভবনের সামনে সেনা মোতায়েন করে কেন্দ্র। চাকরি খোয়ালেন ডাক্তার মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে ‘বানরমুখো’ বলায় ঢাকরি খোয়ালেন ইউনিভার্সিটি অব কলোরাডোর স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও ডেনভার হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ ড. মিশেল হেরেন। ফেসবুকে সম্প্রতি তিনি মিশেলকে নিয়ে ওই মন্তব্য করেন। ডেনমার হেলথ জানিয়েছে, তার ওই মন্তব্য প্রতিষ্ঠানের মিশন ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। -ডেনভার পোস্ট ২১ বছর বয়সেই ২১ বছর বয়সেই মাথার চুল পড়া নিয়ে চিন্তিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সদ্য প্রকাশিত নেহরু পরিবারের একটি পারিবারিক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। নেহরু ১৯১১ সালের সেপ্টেম্বরে চিঠিটি বাবা মতিলাল নেহরুকে উদ্দেশ করে লিখেছিলেন। সেখানে তিনি লিখেন- তার চুল দ্রুত পড়ে যাচ্ছে। এই চুল আবার গজিয়ে উঠবে কিনা, তা নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তিনি বাবাকে আরও জানিয়েছেন যে, তিনি মাথায় কোন তেল ব্যবহার করেন না। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×