ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্প পরিবারের নিরাপত্তায় প্রতিদিন ব্যয় ১০ লাখ ডলার’

প্রকাশিত: ০৪:০২, ৪ ডিসেম্বর ২০১৬

‘ট্রাম্প পরিবারের নিরাপত্তায় প্রতিদিন ব্যয় ১০ লাখ ডলার’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রতিদিন ১০ লাখ ডলার গুনতে হচ্ছে নিউইয়র্কের সিটি কাউন্সিলকে। এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেয়ার আহ্বান জানিয়েছেন সিটি কাউন্সিলের দুই সদস্য। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ এ্যাভিনিউতে অবস্থিত ট্রাম্প টাওয়ায়ে পরিবার নিয়ে থাকবেন ট্রাম্প। সিটি কাউন্সিলের স্পীকার মেলিসা মার্ক ভিভেরিটো এবং কাউন্সিলের সদস্য ড্যান গ্যারোডনিক শুক্রবার অনলাইনে দেয়া এক আবেদনে বলেন, ট্রাম্পের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় সরকারের বহন করা উচিত, নগর কর্তৃপক্ষের নয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার আগে ও পরে আপনার (ট্রাম্প) ও আপনার পরিবারের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় তহবিল থেকে পরিশোধের ব্যাপারে আপনাকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রতিনিধি জানিয়েছেন, ট্রাম্প শিবির থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্যারিসে জিম্মি সঙ্কট নয়, ডাকাতির চেষ্টা ফ্রান্সের রাজধানী প্যারিসে অস্ত্রের মুখে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে কয়েকজনকে জিম্মির খবর পেয়ে পুলিশ গেলেও তা আসলে ডাকাতির চেষ্টা ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দক্ষিণ প্যারিসে ওই ট্রাভেল এজেন্সিতে শুক্রবার ছয়জনকে এক বন্দুকধারী জিম্মি করেছে বলে খবর আসে পুলিশের কাছে। ওই ট্রাভেল এজেন্সি অর্থ লেনদেনেরও কাজ করে। এশীয়রাই সেখানে বেশি যায়। ওই এলাকার মেয়র জেরমি কমে বলেছেন, পুলিশ প্রথমে ভেবেছিল, এটা জিম্মি করার ঘটনা। পরে ঢুকে সেখানে কোন বন্দুকধারীকে পায়নি। ভবনটি দোতলা। যাদের পাওয়া গেছে, তারা আতঙ্কগ্রস্ত ছিল। তাদের সবাইকে বের করে আনা হয়েছে। হামলাকারী বন্দুকধারীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
×