ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনে কাল থেকে ব্রেক্সিট রুলের ওপর শুনানি শুরু

প্রকাশিত: ০৪:০২, ৪ ডিসেম্বর ২০১৬

ব্রিটেনে কাল থেকে ব্রেক্সিট রুলের ওপর শুনানি শুরু

ব্রিটেনের সর্বোচ্চ আদালতে সোমবার থেকে ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) রুলের ওপর শুনানি শুরু হবে। ব্রেক্সিট নিয়ে প্রক্রিয়া শুরু করার ব্যাপারে পার্লামেন্টকে প্রস্তাব গ্রহণ করতে হবে বলে এর আগে রায় দেয় আদালত। এরই বিরুদ্ধে সরকার আপীল করে। খবর এএফপির। গুরুত্বপূর্ণ মামলাটি ১১ জন বিচারক শুনানি করবেন। আশা করা হচ্ছে জানুয়ারিতে, সরকার কিভাবে বাস্তবায়িত করবে ও এর প্রতিক্রিয়ায় শুনানি হবে। যদি সরকার মামলায় জয়লাভ করে, তাহলে প্রধানমন্ত্রী তেরেসা মে ইইউর লিসবন চুক্তি অনুযায়ী আর্টিকেল ৫০ থেকে মুক্ত হবেন। তিনি এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার চাওয়া অনুযায়ী ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন। এটি ব্রেক্সিটকে লক্ষ্য করে বেঁধে দেয়া মার্চের সময়সীমাকে গ্রহণযোগ্য করবে। যদি বিচারকরা বিধানটি বহাল রাখেন তাহলে সরকারকে দ্রুততম সময়ে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার জন্য একটি সংক্ষিপ্ত বিল পার্লামেন্টে আনতে হবে। বিলটি পাস করতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স ও উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন লাগবে। উভয়কক্ষে পর্যাপ্ত ভোট পেতে ব্যর্থ হলে বিলটি সংশোধিত আকারে আবার পার্লামেন্টে যাবে। এর ফলে প্রক্রিয়াটি বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতোমধ্যে তিন লাইনের একটি বিল প্রস্তুত করে রেখেছে। দু’সপ্তাহের মধ্যে বিলটি অনুমোদন করা হবে বলে তারা মনে করেন। যদি বিলটি উচ্চকক্ষে পাস না করা হয় তবে সরকার ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিজে যাবে। দিল্লীর পাঁচ তারকা হোটেলে ধর্ষণের শিকার এক মার্কিন নারী ভারতের রাজধানী দিল্লীর এক পাঁচ তারকা হোটেলে এক মার্কিন নারী পর্যটক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার নয় মাস পর ই- মেইলে দিল্লী পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন ওই নারী। তার গাইড ও গাইডের চার বন্ধু মিলে হোটেল কক্ষে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। খবর ওয়েবসাইটের। দিল্লী পুলিশ ইতোমধ্যে মার্কিন দূতাবাসে যোগাযোগ করে ওই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগে ওই নারী ধর্ষণের পর তার মানসিকভাবে ভেঙে পড়ার কথা তুলে ধরেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হলে তিনি সাক্ষ্য দেয়ার জন্য ভারতে আসবেন বলে ই-মেইলে জানিয়েছেন। অভিযোগে ওই নারী বলেছেন, এ বছরের মার্চ মাসের শুরুতে তিনি পর্যটক ভিসায় ভারত আসেন এবং দিল্লীর কন্নাট প্লেসের কাছাকাছি এক পাঁচ তারকা হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে এক এজেন্সির মাধ্যমে তিনি একজন পর্যটক গাইডকে ভাড়া করেন। একদিন তিনি যখন হোটেল কক্ষে ছিলেন, ওই গাইড তাকে ঘোরাঘুরির পরবর্তী পরিকল্পনা ঠিক করার প্রস্তাব দেন এবং চার বন্ধুকে নিয়ে হোটেলে আসেন।
×