ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুতার্তের মাদকবিরোধী লড়াইয়ের সফলতা কামনা করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:০১, ৪ ডিসেম্বর ২০১৬

দুতার্তের মাদকবিরোধী লড়াইয়ের সফলতা কামনা করলেন ট্রাম্প

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যানিলার রক্তক্ষয়ী মাদকবিরোধী লড়াই সঠিক পথে পরিচালিত হচ্ছে বলে মনে করেন। ট্রাম্পের এই অবস্থান বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পূর্ণ বিপরীত। খবর এএফপির। দুতার্তে শুক্রবার বিকেলে ট্রাম্পকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন। ট্রাম্প টেলিফোন সংলাপে দুতার্তের মাদকবিরোধী লড়াইকে সমর্থন দেন ও এর সফলতা কামনা করেন। পাশাপাশি দুতার্তে জানান, জুন মাস থেকে মাদকবিরোধী লড়াইয়ে প্রায় চার হাজার আট শ’ লোককে হত্যা করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে দুতার্তে জানান, তিনি আমাদের স্পর্শকাতর মাদক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং তিনি আমার মাদকবিরোধী কর্মসূচীর সফলতা কামনা করেছেন। তিনি আরও বলেছেন, আমরা একটি স্বাধীন দেশ হিসেবে সঠিক কাজটি করেছি। ট্রাম্পের অফিস থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান হয়, দুতার্তে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং উভয় নেতা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার দুতার্তে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। দুতার্তের কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ফিলিপিন্সের নেতা টেলিফোনে যখন ট্রাম্পের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি খুব হাসছিলেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভাল প্রেসিডেন্ট হবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। দুতার্তে জানান, নির্বাচিত প্রেসিডেন্ট তাকে নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে তিনিও আগামী বছর ফিলিপিন্সে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান। দুতার্তে জানান, ট্রাম্প আমাকে বলেছেন যে, যদি আমি কোথাও সফরে যাই তবে যেন তাকে জানাই।
×