ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরের জয়, বিদায় কুমিল্লা-বরিশাল

প্রকাশিত: ০২:১০, ৩ ডিসেম্বর ২০১৬

রংপুরের জয়, বিদায় কুমিল্লা-বরিশাল

অনলাইন ডেস্ক ॥ বিপিএলের তৃতীয় আসরের শিরাপাজয়ী ও রানার আপরাই বিদায় নিল সবার আগে। রংপুর রাইডার্সের কাছে ২৯ রানে হেরে কপাল পুড়ল বরিশালের। কেবল মুশফিকরাই নয়, একই সাথে এবারের আসর থেকে বিদায় ঘণ্টা বাজল কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। শনিবার রাজশাহীর বিপক্ষে ১৫৪ করে রংপুর। জবাবে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল। বিপিএলের এবারের আসরে চরমভাবে ব্যর্থ গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা প্রথম পাঁচ ম্যাচ হেরেই প্রাথমিক হিসাব-নিকাশ থেকে পিছিয়ে পড়ে মাশরাফির দল। ষষ্ঠ ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচ হেরে সম্ভাবনার প্রদীপটা নিভিয়ে ফেলে দলটি। শেষ তিনটি ম্যাচ জিতলেও কখনই প্রতিযোগিতায় ফিরতে পারেননি কুমিল্লা। ব্যাটিংয়েও ফ্লপ ছিলেন দলটির তারকারা। ৭ ম্যাচে সবোর্চ্চ ৩০৪ রান করেছেন মারলন স্যামুয়েলস। ৮ ম্যাচে ২৪৭ রান করেছেন আহমেদ শেহজাদ। ১১ ম্যাচে ইমরুল কায়েস করেছেন ২০৪। এছাড়া নামজুল হোসেন শান্ত ১৮০ ও খালিদ লতিফ করেন ১৪৯ রান। তবে ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই বেশি ব্যর্থ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের উইকেটশিকারীর তালিকার সেরা দশে নেই কুমিল্লার কোনো বোলার। ১১ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বাদশ স্থানে অধিনায়ক মাশরাফি। ৭ ম্যাচে ১০ উইকেট রশীদ খানের। ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সোহেল তানভীর। ৮ উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। বিশেষজ্ঞ স্পিনার নাবিল সামাদ ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৬ উইকেট। মূলত দেশি ভালো স্পিনার না থাকায় এবারের আসরে বাজিমাত করতে পারেনি কুমিল্লা। গত আসরের নায়ক আশহার জাইদিকে এবার খুঁজেই পাওয়া যায়নি। লিটন দাস, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আল আমিনরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। আর সেই কারণেই প্লে অফের অনেক আগেই প্রতিযোগিতার হিসাব থেকে ছিটকে পড়ে কুমিল্লা। শুরুতে ভালো খেললেও আসরের মাঝামাঝি সময়ে এসে পথ হারিয়ে ফেলে বরিশাল বুলস। একটা সময় তো পয়েন্ট টেবিলের সেরা দুইয়ের মধ্যেই ছিল মুশফিকের দল। তবে চট্টগ্রাম পর্বে এসে খেই হারিয়ে বসে বরিশাল। ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের ব্যর্থতাই ডুবিয়েছে বুলসদের। কারণ এবারের আসরে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল বরিশালের বোলারদের। ১২ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন রায়াদ এমরিত। থিসারা পেরেরা নিয়েছেন ১১ ম্যাচে ৯ উইকেট। ৮ ম্যাচে ৭ উইকেট কামরুল ইসলাম রাব্বির। তবে ব্যাটসম্যানদের তালিকার সেরা নামগুলো বরিশালের। ১২ ম্যাচে ৩৪১ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৯২ রান নিয়ে তালিকার অষ্টম নামটি শাহরিয়ার নাফিসের। ভালো ব্যাট করেছেন ডেভিড মালানও। ৯ ম্যাচে ২৪০ রান করেছেন ডেভিড মালান। ১১ ম্যাচে ১৬৩ রান থিসারা পেরেরার। তবে শামসুর রহমান শুভ, আল আমিন হোসেন, আবু হায়দার রনিরা চরমভাবে ব্যর্থ হওয়ায় প্লে অফের আগেই ছিটকে পড়ল বরিশাল।
×