ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: ফখরুল

প্রকাশিত: ০১:৪২, ৩ ডিসেম্বর ২০১৬

সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আস্থা এবং সাহস থাকলে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের একটি নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক মেনে নেব। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যারিস্টারস ফর চেইঞ্জ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে আরও বলেন, আমরা আবারও বলছি, অতীতচারিতা ভুলে যান। ‘লেট আস ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট’। আসুন আমরা নতুন করে একটা আলোচনা করি, একটা সংলাপ করি। সেই সংলাপের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, সে পথ বের করি। আমরা প্রত্যাশা করছি, সরকার নিজেদের দাম্ভিকতা ও দেশ বিভক্তির ষড়যন্ত্র থেকে বের হয়ে এসে নিরপেক্ষ নির্বাচন দেবে। স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান শুধু আমাদের দলের প্রতিষ্ঠাতাই নন একজন মুক্তিযোদ্ধা ও প্রয়াত রাষ্ট্রপতি। যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছেন। তার মাজার সরিয়ে ফেলার জন্য আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর মতো বাংলাদেশেও জিয়াউর রহমানের নাম কোটি মানুষের হৃদয়ে রয়েছে। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আয়োজক সংগঠনের নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
×