ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহারণের ম্যাচে নামছে রিয়াল-বার্সা

প্রকাশিত: ২০:২১, ৩ ডিসেম্বর ২০১৬

মহারণের ম্যাচে নামছে রিয়াল-বার্সা

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব ফুটবলে ‘শুধুই তিন পয়েন্টের ম্যাচ নয়’ প্রবাদটি চালু করেছে স্প্যানিশ দুই জায়ান্ট দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। দুই দলের মুখোমুখি লড়াই মর্যাদা পায় ‘এল ক্লাসিকো’ হিসেবে। ছন্দহীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল। শনিবার (০৩ ডিসেম্বর) বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। আর এই ম্যাচের মধ্য দিয়েই এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখবে বিশ্ববাসী। যা পূর্ণ তিন পয়েন্ট অর্জনের চেয়েও দুই দলের কাছে বেশি কিছু। বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলমান লা লিগায় ১৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সা সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। রিয়াল আজকের ম্যাচ জিতলে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াবে ৯ পয়েন্ট। আর বার্সা জিতলে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ব্যবধান কমাবে তিন পয়েন্ট। সম্প্রতি ছন্দ হারানো বার্সা নিজেদের সবশেষ খেলা ৫ ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুঁইয়ে ড্র করে, বাকি দুটি ম্যাচ অবশ্য জিতেছে। অপরদিকে, নিজেদের খেলা সবশেষ ৫ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে রিয়াল। মুখোমুখি দেখায় সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই রিয়ালের জয়। গত নয় বছরের মধ্যে কোনো মৌসুমে সবচেয়ে বাজে শুরু করেছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা। এদিকে, সর্বশেষ ৩২টি ম্যাচেই অপরাজিত ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জেমস রদ্রিগেজদের রিয়াল। বার্সা কোচ লুইস এনরিকে তার আক্রমণভাগের সেরা স্ট্রাইকার মেসি-নেইমার-সুয়ারেজকে পেলেও আতিথ্য নেওয়া রিয়াল কোচ জিনেদিন জিদান তার আক্রমণভাগে রোনালদো-বেনজেমাকে পেলেও পাচ্ছে না ওয়েলস তারকা গ্যারেথ বেলকে। বেলের জায়গায় খেলতে পারেন লুকাস ভাসকেজ। বার্সায় ফিরেছেন পুরোনো সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা। ইনজুরি থেকে সেরে উঠেছেন স্যামুয়েল উমতিতি আর জরদি আলবা। এদিকে, গ্যারেথ বেলের সঙ্গে রিয়ালে থাকছেন না টনি ক্রুস। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ব্রাজিলিয়ান কাসেমিরো। দুর্দান্ত ফর্মে আছেন লুকা মডরিচ ও মাতেও কোভাচিচ।
×