ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদী প্রশংসিত তরুণ ইঞ্জিনিয়ার ২০০০-এর জাল নোট সহ ধৃত

প্রকাশিত: ১৯:২৭, ৩ ডিসেম্বর ২০১৬

মোদী প্রশংসিত তরুণ ইঞ্জিনিয়ার ২০০০-এর জাল নোট সহ ধৃত

অনলাইন ডেস্ক ॥ রাষ্ট্রীয় খেতাব আর প্রধানমন্ত্রীর প্রশংসা পাওয়া তরুণ ইঞ্জিনিয়ার শেষমেশ ধরা পড়লেন নিজের অফিসেই জাল নোট ছাপানোর অভিযোগে! তাঁর কাছ থেকে উদ্ধার করা হল নগদ ৪২ লক্ষ টাকা। আর তার পুরোটাই ২০০০ টাকার জাল নোটের বান্ডিল। অবিকল নতুন ২০০০ টাকার নোটের মতোই! পঞ্জাবের মোহালিতে বৃহস্পতিবার ওই খেতাবধারী তরুণ ইঞ্জিনিয়ার অভিনব ভার্মা সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন অভিনবের সম্পর্কিত বোন বিশাখা ভার্মা ও লুধিয়ানার এক প্রোমোটার সুমন নাগপাল। অভিযোগ, ৩০ শতাংশ কমিশনের বিনিময়ে আমজনতার কাছ থেকে পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট নিয়ে ধৃত তিন জনই সাধারণ মানুষকে তাঁদের ছাপানো নতুন ২০০০ টাকার জাল নোট ধরিয়ে দিচ্ছিলেন। মোহালি শহরের পুলিশের এসপি পারমিন্দার সিংহ বলেছেন, ‘‘জাল ২০০০ টাকার নোটের বান্ডিলের মোট ৪২ লক্ষ টাকা বুধবার রাতে একটা নতুন লাক্সারি অডি এসইউভি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। গাড়িটিতে ‘ভিভিআইপি’দের গাড়িতে ব্যবহৃত আলো লাগানো ছিল।’’ তবে ওই চক্রের আরও দু’জনকে পুলিশ এখনও ধরতে পারেনি। ধৃত তরুণ ইঞ্জিনিয়ার অভিনব ভার্মা গত বছরই তাঁর বিশেষ উদ্ভাবনের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ খেতাব পেয়েছিলেন। প্রযুক্তিতে তাঁর বিশেষ উদ্ভাবনের জন্য গত বছরের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অভিনবের ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনবের প্রযুক্তি ১৫টি দেশে বিক্রি করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের কৃতী ছাত্র ২১ বছরের অভিনব চণ্ডীগড়ে তাঁর অফিসেই নতুন ২০০০ টাকার জাল নোট ছাপাচ্ছিলেন। তাঁর সঙ্গী ছিলেন এমবিএ পাশ করা তাঁর এক সম্পর্কিত বোন বিশাখা (২৩)। আর তাঁদের সঙ্গী লুধিয়ানার প্রোমোটারের কাজ ছিল লোকজন জুটিয়ে আনা। ‘ওয়াকিং স্টিক’ ছাড়াই অন্ধরা যাতে হাঁটতে পারেন, সেই ‘লাইভ ব্রেইলি’ পদ্ধতি উদ্ভাবন করেছিলেন অভিনব। সেই অভিনব যে অন্ধকার পথে হাঁটা শুরু করেছিলেন কিছু দিন আগে, এ বার সেটাই ফাঁস হয়ে গেল! সূত্র : আনন্দবাজার পত্রিকা
×