ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেড়ায় ক্ষুদ্র ঋণের জালে বন্দি হাজার হাজার দরিদ্র পরিবার

প্রকাশিত: ১৮:৫৩, ৩ ডিসেম্বর ২০১৬

 বেড়ায় ক্ষুদ্র ঋণের জালে বন্দি হাজার হাজার দরিদ্র পরিবার

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ ক্ষুদ্র ঋণের জালে বন্দি হয়ে পড়েছে পাবনার বেড়া উপজেলার হাজার হাজার হত দরিদ্র পরিবার। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে শত চেষ্টা করেও হত দরিদ্র পরিবারগুলো ঋণের চক্রবৃদ্ধি হারে সুদের বোঝা মাথা থেকে নামাতে পরছে না। আর এ কারণে তারা পথে বসতে চলেছে। অভাবের তারনায় অনাহারে অর্ধাহারে থেকে দু’বেলা দু’মুঠো খেয়ে পরিবার-পরিজন নিয়ে কোনভাবে বেঁচে থাকার আশায় এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে চড়া সুদসহ সাপ্তাহিক কিস্তি দিতে হিমশিম খাচ্ছে। অনেকেই গ্রহণকৃত এক এনজিও’র সাপ্তাহিক কিস্তি পরিশোধের জন্য নতুন করে আবার আরেক এনজিও’র কাছ থেকে ঋণ গ্রহণ করে মরণ ফাঁদে জড়িয়ে পড়ছে । দেশের যে কোন ব্যাংক যে কোন সময় সুদসহ টাকা পরিশোধের ব্যবস্থা থাকলেও এসব ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো ভুমিহীন ও অসহায় মানুষগুলো সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ১০ হাজার টাকা ঋণ নিয়ে এক বছর পর তাকে ১১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হচ্ছে। এক বছরের আগে কোন ঋণ গ্রহিতা টাকা পরিশোধ করতে গেলে এনজিও সংস্থাগুলো গ্রাহকদের টাকা গ্রহণ করে না। বলে দেওয়া হয় ৪০ কিস্তির আগে টাকা পরিশোধ করার কোন নিয়ম নেই। নাম প্রকাশ না করার শর্তে এক এনজিও কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, ২০ কিংবা ৩০ কিস্তির মধ্যে টাকা পরিশোধে কম সুদ পাওয়া যায় বলেই এনজিওগুলো টাকা নেয় না। বরং তারা সদস্যদের এ ব্যাপারে নিরুৎসাহী করে থাকে। এ ব্যাপারে সচেতন মহল মনে করেন ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো যেহেতু ভূমিহীন, সেহেতু দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণে গ্রাহক সেবার মান বাড়াতে সহজ শর্তে ঋণ দেয়া প্রয়োজন।
×