ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ সুদানের জন্য আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ

প্রকাশিত: ০৮:৪১, ৩ ডিসেম্বর ২০১৬

দক্ষিণ সুদানের জন্য আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ

কূটনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশের কাছে আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ। এই বিশ্বসংস্থার ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন বিভাগ থেকে ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল চেয়ে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে একটি চিঠি পাঠানো হয়েছে। গত অক্টোবরেও দক্ষিণ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। আর নতুন দল চাওয়া হয়েছে দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলের জন্য। চলতি বছরের আগস্টের হিসাব অনুযায়ী, ১২৩টি দেশের এক লাখ ৯৫০ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এর মধ্যে ১৯৬ জন নারীসহ বাংলাদেশী শান্তিরক্ষীর সংখ্যা ছয় হাজার ৭৭২ জন। নতুন দুটি দল দক্ষিণ সুদান মিশনে যোগ দিলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সেনা ও পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াবে ৭৮৮২ জনে, যা সব দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বর্তমানে আট হাজার ৩২৬ জন শান্তিরক্ষী নিয়ে ইথিওপিয়া এই তালিকার শীর্ষে রয়েছে। দুই দশকের রক্তাক্ত লড়াইয়ের পর ২০১১ সালের ৯ জুলাই সুদান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। কিন্তু প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের দ্বন্দ্ব থেকে ২০১৩ সাল থেকে সেখানে শুরু হয় রক্তক্ষয়ী জাতিগত সংঘাত। জাতিসংঘের হিসাবে এই সংঘাতে প্রায় তিন লাখ লোকের মৃত্যু হয়েছে। আর বাস্তুহারা হয়েছেন ১০ লাখ লোক।
×