ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

প্রকাশিত: ০৮:০২, ৩ ডিসেম্বর ২০১৬

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুক্রবার শুরু হয়েছে। খবর বাসসর। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৪দিন বিরতির পর ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাওলানা মোঃ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার বাদ ফজর থেকে বিশেষ আ’ম বয়ানের মধ্য দিয়ে চলতি বছরে টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। ইজতেমা ময়দানে পবিত্র জুমার নামাজ অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
×