ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই দিনব্যাপী হোম ফেস্ট ঢাকা শুরু

প্রকাশিত: ০৬:০৩, ৩ ডিসেম্বর ২০১৬

দুই দিনব্যাপী হোম ফেস্ট  ঢাকা শুরু

সৃজনশীল ইন্টেরিয়র ডিজাইনার ও ইন্টেরিয়র ব্র্যান্ডদের বছরব্যাপী এক প্ল্যাটফর্মে রাখা এবং উৎসবকে ঢাকার বাইরে ছড়িয়ে দেয়ার লক্ষে উইন্ডমিলের আয়োজনে দ্বিতীয় বারের মতো উদ্বোধন হলো ‘হোম ফেস্ট ঢাকা ২০১৬’। শুক্রবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গুলনকশা হলে ফেস্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইন্ডমিল এ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম। স্বাগত বক্তব্য প্রদান করেন উইন্ডমিল এ্যাডভারটাইজিং লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান। ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বার্জার পেইন্টসের একেএম সাদেক নাওয়াজ, হাতিলের মশিউর রহমান, এসএসজি’র আফতাব মাহমুদ খুরশিদ, ইবিএলের এম. নাজিম এ. চৌধুরী, আকিজ সিরামিকসের মোর্শেদ আলম, ইস্কয়ারের মঞ্জুরুল করিম ও টাপারওয়্যারের সোনিয়া শহীদ। এই ফেস্ট শেষ হবে আজ। -বিজ্ঞপ্তি
×