ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ শেষ হবে ডাটা সেন্টার সামিট

প্রকাশিত: ০৬:০৩, ৩ ডিসেম্বর ২০১৬

আজ শেষ হবে ডাটা সেন্টার সামিট

স্টাফ রিপোর্টার ॥ আট দেশের অংশগ্রহণে ঢাকায় দুই দিনব্যাপী প্রথমবারের মতো শুরু হয়েছে ‘ডাটা সেন্টার টেকনোলজি সামিট ও গ্রিন ডাটা সেন্টার কনফারেন্স’। শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এই কনফারেন্স ও প্রদর্শনী শুরু হয়। আজ শনিবার সামিট শেষ হবে। সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক মানকে একত্রিত করা। এখান থেকে দেশের ডাটা সেন্টারের ভোক্তাগণ তাদের সমস্যার সমাধান পাবেন। বর্তমান সরকারের সময়োপযোগী ডিজিটালাইজেশনকে আরও মজবুত করে দেশকে ক্রমান্বয়ে উন্নত বিশ্বের কাতারে নিতে সক্ষম হবেন। আগামী বছরও ঢাকায় ডাটা সেন্টার সামিট অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানান। আইইবির সভাপতি কবির আহমেদ ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম, আইইবির মহাসচিব প্রকৌশলী আবদুস সবুর, পরিবেশ বান্ধব প্রযুক্তির সংগঠন এশরের বাংলাদেশ শাখার সভাপতি প্রকৌশলী মানস কুমার মিত্র প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি কবির আহমেদ ভূইয়া বলেন, ডাটা সেন্টার নিয়ে বাংলাদেশের প্রকৌশলীদের অর্জন প্রশংসিত। ডাটা সেন্টারের এ ধরনের সম্মেলনে দেশী-বিদেশী প্রকৌশলীরা পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। আমাদের দেশে যেসব ডাটা সেন্টারের কাজ হচ্ছে সেখানে স্থানীয় প্রকৌশলীরা আন্তর্জাতিক মান বজায় রাখছেন। বর্তমানে দেশে ৫শ’র ওপরে ডাটা সেন্টার কাজ করে যাচ্ছে। এই সামিট তাদের জন্য অনেক বড় একটি বিষয়। তারা এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করতে পারবেন। এই সামিট থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ডাটা সেন্টার প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসিআইকন ও এশরের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ঢাকায় এ ধরনের আয়োজনের প্রশংসা করেন প্রধান অতিথি। সামিটে স্বাগত বক্তব্য রাখেন দেশের প্রকৌশল পেশাজীবীদের সংগঠনের ডিসিআইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ। প্রথমবারের মতো আয়োজিত এই সামিটে বাংলাদেশসহ যুক্তরাজ্য, ইতালী, জার্মানি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, ভারত অংশ নিয়েছে।
×