ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটের ২২ পয়েন্টে এমএস পাইপ বসানো হচ্ছে

প্রকাশিত: ০৫:৫১, ৩ ডিসেম্বর ২০১৬

সিলেটের ২২ পয়েন্টে এমএস পাইপ বসানো হচ্ছে

যানজট নিরসনের লক্ষ্যে সিলেট নগরীর ২২ পয়েন্টে এমএস পাইপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন (সিসিক)। ইতোমধ্যেই কয়েকটি স্থানে পাইপ বসানো সম্পন্ন হয়েছে। সিসিক সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেট মহানগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, জেলরোড, আম্বরখানা, চৌহাট্টা, বারুতখানা, সুবিদবাজারসহ গুরুত্বপূর্ণ ২২টি পয়েন্টে সড়কের মধ্যে এমএস পাইপ বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। মূলত যান চলাচলে শৃঙ্খলা ও যানজট নিরসনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক কন্ট্রোল বিভাগের পরামর্শক্রমেই এমন সিদ্ধান্ত নেয় সিসিক। এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের সহায়তায় প্রথমে সিমেন্টের ডিভাইডার বসানো হয়। পরীক্ষামূলক কার্যক্রমে সুফল পাওয়ায় স্থায়ীভাবে সড়কে এমএস পাইপ বসানোর প্রক্রিয়া শুরু হয়। -স্টাফ রিপোর্টার, সিলেট অফিস
×