ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

নতুন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে আধুনিক নগর ব্যবস্থা

প্রকাশিত: ০৫:৫১, ৩ ডিসেম্বর ২০১৬

নতুন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে আধুনিক নগর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে নারী কাউন্সিলরসহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে আছেন শতাধিক নতুন মুখ। তবে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে আধুনিক নগরব্যবস্থা। মেয়র ও তার সহযোগীদের কাছে প্রত্যাশার ফুলঝুরি নয়, তাদের চাওয়া বাস্তবসম্মত উদ্যোগ। নেই পোস্টার কিংবা মাইকিং। শুরু হয়নি সে অর্থে কোন প্রচারও। তবে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়ায় সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সিটি নির্বাচন। নির্বাচনী এলাকায় নতুন ভোটার ৭৫ হাজার। নগর অভিভাবক নির্বাচনে এবার তারা থাকবেন মূল ভূমিকায়। নির্বাচন নিয়ে তাই তাদের জল্পনা-কল্পনার কোন কমতি নেই। চায়ের দোকান, কিংবা বন্ধুদের আড্ডা যেখানেই কান পাতা যায়, চলছে প্রার্থী ও তাদের প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ। নতুন ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে প্রার্থিতার দৌড়ঝাঁপেও রয়েছেন অসংখ্য নতুন মুখ। নির্বাচিত হলে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই জনগণের সেবা করবেন বলে প্রতিশ্রুতি তাদের। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই ভোটারদের মাঝেও। দলীয় প্রতীকে হলেও এই নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। নাসিকের ২৭টি ওয়ার্ডের প্রায় ৫ লাখ ভোটার আসন্ন নির্বাচনে মনোনীত করবেন পছন্দের মেয়র। এক্ষেত্রে ভোটাররা প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাকেই এগিয়ে রাখছেন। বিএনপি থেকে মনোনয়ন চূড়ান্তের পর এক প্রতিক্রিয়ায় এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
×