ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ সিটির ১৯ পার্ক আধুনিকায়ন হচ্ছে

প্রকাশিত: ০৫:৫১, ৩ ডিসেম্বর ২০১৬

দক্ষিণ সিটির ১৯ পার্ক আধুনিকায়ন হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ দখল-বেদখল আর অযতœ-অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে পরিবেশ, ভবঘুরে আর বাউ-ুলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। ফলে নিরাপত্তাহীনতায় থাকেন এখানে আসা ভ্রমণকারী ও দর্শনার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে, ইতোমধ্যে পার্কগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। রান্নাবান্না, কাপড় শুকানো, ঘুমানোসহ যাবতীয় কাজ চলছে, রাখা হয়েছে ভ্যানগাড়ি, বসানো হয়েছে দোকানপাটও। এছাড়া এখানেসেখানে ময়লা-আবর্জনার স্তূপ নিত্য দৃশ্য। আর এসবই দেখা যায় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের ভেতরে। শুধু এই পার্ক নয়, রাজধানীর অধিকাংশ পার্কেরই এমন হাল। যান্ত্রিক জীবনে একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে নাগরিকরা আসেন এসব পার্কে। কিন্তু পার্কগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকার সেই স্বস্তি কোথায় তাদের? সেই সঙ্গে রয়েছে নিরাপত্তার অভাব। বখাটে, ছিনতাইকারী, মাদকসেবনকারীসহ নানা ধরনের উৎপাতে পড়তে হয় বেড়াতে আসা মানুষকে। আর সন্ধ্যার পর চলে নেশার আড্ডা। ফলে অনেকে পরিবার-পরিজন নিয়ে আসতে চান না পার্কগুলোতে। তবে দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, নাগরিকদের উপযোগী করে পার্কগুলোর সংস্কারের কাজ শুরু করেছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, এক শ’ আর্কিটেক্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা এসব ড্রইং-ডিজাইন তৈরি করছে। তারপর সেগুলো নিয়ে টেন্ডারের মাধ্যমে ১৯টি পার্ক অন্তত অত্যাধুনিক করে আমরা জনগণের কাছে ফিরিয়ে দেব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ নবীরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা একটি পার্ক অত্যাধুনিক করেছি। চলতি মাসের মধ্যে আশা করি আরও ৭টি পার্ক উন্নত করা হবে। বর্তমানে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ২৬টি, উত্তর সিটি কর্পোরেশনে অধীনে ২১টি এবং রাজউকের অধীনে তিনটি পার্ক রয়েছে।
×