ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক লাখ কিমি হেঁটে

প্রকাশিত: ০৫:৪০, ৩ ডিসেম্বর ২০১৬

এক লাখ কিমি হেঁটে

হোসে এ্যান্তোনিও গার্সিয়া তার নিজ দেশ স্পেনে এখন ‘তীর্থযাত্রী’ হিসেবে পরিচিত। তিনি ওশেনিয়া বাদে বাকি মহাদেশের বিভিন্ন তীর্থস্থানে যেতে গত ১১ বছরে এক লাখ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন। এ বছর তার এই বিস্ময়কর যাত্রার সমাপ্তি ঘটে। হোসে এ্যান্তোনিও গার্সিয়া নাবিক হিসেবে তার জীবনের অধিকাংশ সময় পানিতেই কাটিয়েছেন। তিনি খুব বেশি ধার্মিক ছিলেন না। তবে একবার প্রায় মৃত্যুর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা নেয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন, বিশ্বের পবিত্র স্থান দর্শনের যাত্রায় তার জীবন উৎসর্গ করবেন এবং হেঁটেই এসব স্থানে যাবেন। -অডিটি সেন্ট্রাল
×