ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসুস্থতায় বেশি পানি পান নয়

প্রকাশিত: ০৫:৪০, ৩ ডিসেম্বর ২০১৬

অসুস্থতায় বেশি পানি পান নয়

অসুস্থ হলে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে এতে রোগ নিরাময়ের পরিবর্তে ক্ষতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন লন্ডনের কিংস কলেজ হাসপাতাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসকরা। তারা হাইপোন্যাট্রিমিয়ায় (সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) আক্রান্ত এক রোগীর চিকিৎসা করার পর অতিমাত্রায় পানি পান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই রোগী ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (মূত্রতন্ত্রে সংক্রমণ) নিরাময়ে অতিরিক্ত পানি পান করার কারণে হাইপোন্যাট্রিমিয়ায় আক্রান্ত হয়। ৫৯ বছর বয়স্ক ওই রোগী চিকিৎসকের পরামর্শ মোতাবেক বেশ কয়েক লিটার পানি পান করতেন। এতে তিনি দিন দিন নিস্তেজ হয়ে আসতে লাগলেন। তার একাধিকবার বমিও হতে লাগল এবং কথা বলতেও কষ্ট হচ্ছিল। পরীক্ষায় দেখা গেল, অতিমাত্রায় পানি পান করার কারণে তার রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিক হারে কমে গেছে। প্রতিলিটার রক্তে সোডিয়ামের মাত্রা ছিল ১২৩ মিলিমোল। এমনটি হলে জরুরী ভিত্তিতে চিকিৎসা দেয়া প্রয়োজন। রক্তে সোডিয়ামের মাত্রা লিটারে ১২৫ মিলিমোলের কম হলে ৩০ রোগী মারা গেছে বলে পরিসংখ্যান রয়েছে। রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা ওই রোগীকে ২৪ ঘণ্টায় এক লিটার পানি পানের নির্দেশ দেন। পরদিন সকালে তার রক্ত পরীক্ষা করলে সোডিয়ামের মাত্রা স্বাভাবিক পাওয়া যায় এবং পরের দিন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এর আগের এক ঘটনায় দেখা গেছে, গ্যাস্ট্রোএনটেরাইটিসে ভোগা এক নারীর হাইপোন্যাট্রিমিয়া হয়েছে এবং অতিরিক্ত পানি পান করার কারণে মারা গেছে। -গার্ডিয়ান
×