ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিয়াজ হত্যা তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৩৮, ৩ ডিসেম্বর ২০১৬

দিয়াজ হত্যা তদন্তে প্রধানমন্ত্রীর  হস্তক্ষেপ  কামনা

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী ‘হত্যাকা-ের’ তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই কামনা করেন দিয়াজের বোন জুবাইদা সরোয়ার চৌধুরী। দিয়াজ ‘হত্যাকা-ের’ বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জুবাইদা সরোয়ার চৌধুরী বলেন, ‘দিয়াজ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে এই হত্যাকা-ের প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে না। আশা করব প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে আমার ভাইয়ের বিষয়টি মনিটরিং করে সঠিক রহস্য উদ্ঘাটন করবেন।’ এ সময় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অধ্যক্ষের মোবাইল ফোনের কললিস্ট যাচাইয়ের দাবি জানান। তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির সময় শুধু দায়িত্বরত ডাক্তার উপস্থিত থাকতে পারেন। আর কেউ সেখানে উপস্থিত থাকতে পারেন না। কিন্তু দিয়াজের ময়নাতদন্তের দিন ভোর পাঁচটায় সেখানে কেন তিনি উপস্থিত ছিলেন?’ তিনি বলেন, ‘দিয়াজের ময়নাতদন্ত প্রতিবেদনে যে ডাক্তারদের স্বাক্ষর আছে তারা প্রতিবেদন দেয়ার সময় উপস্থিত ছিলেন না। তাদের রুম থেকে বের করে চমেক অধ্যক্ষ ও তার পছন্দের লোক নিয়ে প্রতিবেদন দিয়েছেন।’ এ সময় তিনি সুরতহাল প্রতিবেদনে দিয়াজের শরীরের বিভিন্ন স্থানের আঘাতের বিষয়ের উল্লেখ থাকলেও ময়নাতদন্তে কেন তা আসল না সে বিষয়েও প্রশ্ন ছুঁড়ে দেন।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা মুসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জাফর আহমেদ চৌধুরী, জাতীয় পেশাজীবী লীগ চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুনিরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা শওকত বাঙালী প্রমুখ।
×