ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ০৫:৩৪, ৩ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বুদাপেস্টে পানি শীর্ষ সম্মেলনে যোগদানসহ সম্প্রতি হাঙ্গেরি সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। হাঙ্গেরিতে চারদিনের সফর শেষে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। হাঙ্গেরি সফর ছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে গত সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। এছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সাক্ষাত করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকে এবং প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। একই দিন প্রধানমন্ত্রী বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস এ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পানি ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে সহযোগিতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় তার সম্মানে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।
×