ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিটাগাংকে হারিয়ে সবার উপরে ঢাকা

প্রকাশিত: ০৫:৩৩, ৩ ডিসেম্বর ২০১৬

চিটাগাংকে হারিয়ে সবার উপরে ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ সবার আগে সেরা চারে খেলা নিশ্চিত করেছিল ঢাকা ডায়নামাইটস। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবালের চিটাগাং কিংসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে বিপিএলের লীগ পর্ব শেষ করা নিশ্চিত করল সাকিব আল হাসানের ঢাকা। এখনও দলটির আরেকটি ম্যাচ আছে। সেই ম্যাচের আগেই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছে ঢাকা। আর চিটাগাং ১২ পয়েন্টেই আটকে আছে। ম্যাচে টস জিতে ঢাকা। কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সুযোগটি কাজে লাগাতে পারেনি চিটাগাং। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৪ রান করে। তামিম ইকবাল ৭৪ ও শোয়েব মালিক ৩৩ রান না করলে এই রানও করতে পারত না চিটাগাং। ডোয়াইন ব্রাভো ৩ উইকেট নেন। জবাবে কুমার সাঙ্গাকারার ৩৩, আলাউদ্দিন বাবুর অপরাজিত ৩৩ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ১৩৫ রান করে ম্যাচ জিতে ঢাকা। শুরুতেই ১০ রানের সময় মেহেদী মারুফ আউট হয়ে যান। আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই আউট হলেন এ ওপেনার। নবীর বল মেহেদীর ব্যাটে লাগল। অথচ এলবিডাবলিউ দিয়ে দিলেন আম্পায়ার খালিদ মাহমুদ। ৩৫ রানে নাসির হোসেন ও ৫৬ রানে মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়াতে বিপদেই পড়ে যায় ঢাকা। এরপর কুমার সাঙ্গাকারা ও আলাউদ্দিন বাবু মিলে এগিয়ে যেতে থাকেন। বিপদ দুর করার চেষ্টা করতে থাকেন। কিন্তু ২৭ রানের জুটি গড়ে সাঙ্গাকারা (৩৫) রান আউট হয়ে যান। ঢাকাকে বিপাকে ফেলার আরেকটি সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক এনামুল হক বিজয়। ৯৮ রানে আলাউদ্দিনকে স্ট্যাম্পিং করতে পারেননি। তাতে করে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন বাবু। ছক্কা-চার হাঁকাতে থাকেন। আর সাঙ্গাকারা আউট হওয়ার পর নেমেই মারমুখী ব্যাটিং করতে থাকেন আন্দ্রে রাসেল। শেষপর্যন্ত বাবু অপরাজিত ৩৩ ও রাসেল অপরাজিত ৩১ রান করে পঞ্চম উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। শেষদিকে এসে এক তামিম ইকবালই চিটাগাংকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। টানা তিন ম্যাচেই অর্ধশতক করলেন তামিম। কিন্তু বাকি ব্যাটসম্যানরা ম্লানই থাকলেন। তাতে করে টানা ৫ ম্যাচ জয়ের পর ঢাকার কাছে এসে হারল চিটাগাং। গেইল এবার বিপিএল মাতিয়ে তুলতে পারছেন না। ব্যর্থ হচ্ছেন। মনে করা হয়েছিল, দুই ম্যাচে বড় কোন ইনিংস খেলতে পারেননি। শক্তিশালী ঢাকার বিপক্ষে একটি বড় ইনিংস দেখার মিলবে। শুক্রবার স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। প্রথম কারণ হচ্ছে, ক্রিস গেইলের ব্যাটিং দেখা। দ্বিতীয় কারণ হচ্ছে বিপিএলের এবারের আসরের দুই সেরা দল ঢাকা ও চিটাগাংয়ের মধ্যকার জমজমাট লড়াই দেখা। কিন্তু দর্শকদের কোন আশাই পূরণ হলো না। শুরুতেই গেইল (১) আউট। এরপর ৩৩ রানেই নেই আরও ২ উইকেট। সেখানেই যেন ম্যাচ একপেশে হয়ে ওঠে। এরপর তামিম ও শুরুতেই ‘নতুন জীবন’ পাওয়া শোয়েব মালিক মিলে দলকে অনেকদূর এগিয়ে নিয়ে যান। তামিম টানা তিনটি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে দেখান। চার-ছক্কা হাঁকান। বিনোদন দেন। দলকেও এগিয়ে নিয়ে যেতে থাকেন। মালিকও যোগ্য সঙ্গই দিতে থাকেন তামিমকে। কিন্তু ১১৯ রানে যেতেই জুটিটি ভেঙ্গে যায়। তামিমের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে আউট হয়ে যান মালিক (৩৩)। ১৭ ওভারের শেষ বলে গিয়ে মালিক আউট হতেই ১৮তম ওভারের প্রথম বলে তামিমও সাজঘরে ফেরেন। ৫৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৪ রান করে আউট হন তামিম। এরপর কী আর বেশিদূর এগিয়ে যেতে পারে চিটাগাং? ১ রান যোগ হতেই মোহাম্মদ নবীও রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। শেষপর্যন্ত জাকির হোসেনের অপরাজিত ৯ ও ইমরান খান জুনিয়রের অপরাজিত ৪ রানে ১৩৪ রান করতে পারে চিটাগাং। এ রান করে কী শক্তিশালী ঢাকার বিপক্ষে জেতা যায়। প্রথম লেগে যেমন চিটাগাংয়ের হার হয়েছে, ফিরতি লেগেও ঢাকার কাছে হেরেছে চিটাগাং। স্কোর ॥ ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস ম্যাচ- টস ॥ ঢাকা (ফিল্ডিং)। চিটাগাং ইনিংস ১৩৪/৬; ২০ ওভার (তামিম ৭৪, গেইল ১, বিজয় ০, অমি ৬, মালিক ৩৩, নবী ০, জাকির ৯*, ইমরান ৪*; ব্রাভো ৩/২৭)। ঢাকা ইনিংস ১৩৫/৪; ১৮.২ ওভার (মেহেদী ৯, সাঙ্গাকারা ৩৫, নাসির ১৩, মোসাদ্দেক ৯, বাবু ৩৩*, রাসেল ৩১*)। ফল ॥ ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস)।
×