ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিবাহ নিরোধ আইন

মেয়েরা আরও বেশি ঝুঁকির মুখে পড়বে ॥ এইচআরও

প্রকাশিত: ০৫:৩৩, ৩ ডিসেম্বর ২০১৬

মেয়েরা আরও বেশি ঝুঁকির মুখে পড়বে ॥ এইচআরও

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ ক্ষেত্রে মেয়েদের বয়সসীমা শিথিলের সুযোগ রেখে বাল্যবিবাহ নিরোধ আইন পাস না করতে বাংলাদেশের আইন প্রণেতারদের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদন পাওয়া ওই আইন পাস হলে তা মেয়েদের আরও বেশি বাল্যবিয়ের ঝুঁকির মুখে ঠেলে দিবে। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে ওই বিল বাতিল করা সংসদ সদস্যদের দায়িত্ব। বাংলাদেশেও এই আইনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। দেশের নারী অধিকার, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলো এর তীব্র বিরোধিতা করে আসছে। প্রস্তাবিত আইনের ওই বিশেষ ধারা বাতিল করতে নারী নেত্রীরা বিভিন্ন সময় ঢাকায় করেছে মানববন্ধন। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) উইমেন রাইটস বিভাগের জ্যেষ্ঠ গবেষক হিদার বার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সরকারের ওই উদ্যোগ বাংলাদেশকে বহু পেছনে ঠেলে দেবে। হিদার বার বলছেন, এই আইন পাস হলে ওই ১৫ দিনের আটকাদেশের মধ্য দিয়েই কিছু বাল্যবিয়ে বৈধতা পেয়ে যাবে, যা বর্তমান আইনের চেয়েও বড় দুর্বলতা তৈরি করবে। আইন শিথিল করা হলে বাল্যবিয়ে বন্ধের লড়াইয়ের পথে তা হবে একটি বড় প্রতিবন্ধকতা। এই আইন সারাদেশে অভিভাবকদের এই বার্তা দেবে যে, অন্তত কিছু ক্ষেত্রে সরকার বাল্যবিয়েকে যৌক্তিক মনে করছে। গত মাসে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ‘বাল্যবিবাহ নিরোধ আইন’-এর খসড়ায় ছেলেদের বিয়ের বয়স ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর রাখা হলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ আদালতের নির্দেশনা নিয়ে এবং বাবা-মায়ের সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা হয়েছে।
×