ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাক্তার ও নার্স অভিযুক্ত

বগুড়ায় খেলার মাঠে নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা

প্রকাশিত: ০৫:৩৩, ৩ ডিসেম্বর ২০১৬

 বগুড়ায় খেলার মাঠে নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অন্তঃসত্ত্বাকে চিকিৎসা না দিয়ে বের করে দেয়া এবং খোলা আকাশের নিচে কন্যা প্রসব হওয়ার পর নবজাতক মারা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেন মাজেদা খাতুনের স্বামী ইলিয়াস উদ্দিন। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা হলো মেডিক্যাল অফিসার ডাঃ মোস্তফা আল্লামা তালুকদার ও স্টাফ নার্স সুষমা রানী। মামলায় অভিযোগ করা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসায় অবহেলা এবং মাঠে প্রসব হওয়ার পর শিশুকে নিবিড় পরিচর্যা না করায় মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যু ও চিকিৎসার অবহেলার ঘটনায় চিকিৎসক ও নার্সকে দায়ী করা হয়। এর আগে এই ঘটনায় ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের চাতাল শ্রমিক ইলিয়াস উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী সাজেদা খাতুন (৩১) প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করার পর নার্স সুষমা রানী মাজেদাকে পাশের ক্লিনিকে ভর্তি করাতে বলেন। এতে রাজি না হলে রাত একটার দিকে মাজেদাকে বের করে দেয়া হয়। মাজেদা বের হয়ে যাওয়ার সময় জরুরী বিভাগের সামনে খোলা মাঠে তীব্র প্রসব যন্ত্রণা হলে সেখানেই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণ পর মারা যায় নবজাতক।
×