ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে ॥ এস কে সিনহা

প্রকাশিত: ০৫:৩২, ৩ ডিসেম্বর ২০১৬

সিলেট ও চট্টগ্রামে  হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে ॥ এস কে সিনহা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, বারবার সংবিধান সংশোধনের কারণে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়েছে। তবে শীঘ্রই বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হবে। এতে নির্বাহী বিভাগের কোন ভূমিকা থাকবে না। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বিচারপতি বলেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ রয়েছে এ বিষয়ে। কিছু বিচারপতির পদ শূন্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষরা উপকৃত হবেন। তিনি বলেন, আইনজীবীদের দায়িত্বে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। তাদের সামান্য ভুলের কারণে একজন নিরপরাধ মানুষের জীবন ধ্বংস হতে পারে। আবার সামান্য ভুলের কারণে একজন নির্দোষ মানুষের ফাঁসির দ- হতে পারে, যাবজ্জীবন সাজাও হতে পারে কিংবা একজন অপরাধী মুক্ত হয়ে ফের সমাজের ক্ষতি করতে পারে। তাই আইনজীবীদের খুব সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের টাকা, মান, সম্মানের পেছন ছুটলে এসব কোনদিনই ধরা দেবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে টাকা, মান, সম্মান সবই পাওয়া যাবে। সিলেট জেলা আদালতে অনেক সমস্যা বিদ্যমান। বিচারক শূন্যতা রয়েছে। বিচারকদের বসার সমস্যা রয়েছে। ফার্নিচারের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আইনমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান করা হবে। প্রধান বিচারপতি আরও বলেন, আইনজীবীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষকে আইনী সহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
×