ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন

মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার আইভীর, সাখাওয়াতের গণসংযোগ

প্রকাশিত: ০৫:৩২, ৩ ডিসেম্বর ২০১৬

মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার আইভীর, সাখাওয়াতের গণসংযোগ

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আর ২ দিন বাকি। আগামী সোমবার ৫ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মূলত এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার কার্যক্রম। শুক্রবার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সিদ্ধিরগঞ্জে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নগরীর অন্যতম অভিশাপ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলব। সিটি কর্পোরেশনের নির্বাচনী কৌশল নির্ধারণ করতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। বিএনপি দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দিনভর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, আইন অনুযায়ী যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা শুধু তাই ব্যবহার করছি। তিনি আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। আওয়ামী লীগের আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সিদ্ধিরগঞ্জে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড এলাকায় তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। সেলিনা হায়াৎ আইভী পায়ে হেঁটে ৩নং ওয়ার্ড সানারপাড় থেকে শুরু করে নিমাইকাশারী, বাগমারা, মাদানীনগর, আদর্শনগর, রসুলবাগ, মৌচাক, নয়াআটি ও মুক্তিনগর হয়ে চিটাগাংরোড এলাকা ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, শ্রমিকলীগ নেতা আব্দুল বারেক, যুবলীগ নেত মকবুল হোসেন, সেলিম মিয়া, ঠিকাদার মোঃ ইয়ার হোসেন, হাজী জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন, আক্তার মোল্লা, কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান রিপন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পারভীন আক্তার প্রমুখ। এ সময় কাউন্সিলর প্রার্থী কুলসুম আক্তার নেশপতি আইভীকে একটি ফুলের নৌকা উপহার দেন। শুভেচ্ছা বিনিময়কালে ডাঃ আইভী বলেন, সিদ্ধিরগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা হবে। এই নগরীর অন্যতম অভিশাপ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত করে আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলব। জেলা ও মহানগর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কেন্দ্রীয় নেতাদের ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী কৌশল নির্ধারণ করতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সকলে মিলে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাব। নারায়ণগঞ্জ মানুষের মধ্যে ও চায়ের টেবিলে যেসব মুখোরোচক গল্প আছে এই সভার পর তার অবসান ঘটবে। আমরা এগুচ্ছি নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে। শুক্রবার বিকেলে শহরের দুই নং রেলগেট এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী, যুব মহিলা লীগের সাবেক সভাপতি অপু উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল প্রমুখ । এদিকে বিএনপি দলীয় প্রার্থী এ্যাভোকেট সাখাওয়াত হোসেন খান দিনভর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। সকাল ১১টায় নগরীর খানপুর কুমুদিনী বাগান, র‌্যালি বাগান, দুপুর ১২টায় দিগুবাবুর বাজারে গণ-সংযোগ শেষে নগরীর নিতাইগঞ্জে পৌরসভা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশলাদি ও দোয়া চান। পরে তিনি নিতাইগঞ্জ জিউর আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে ডন চেম্বার এলাকায় ব্যাংক কলোনি জামে মসজিদে আছর নামাজ আদায় করেন। বিকেলে সিদ্ধিরগঞ্জে থানা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় কিল্লারপুল এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে রাতে ভুইয়ারবাগ জামে মসজিদে এশার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, সরকার দলীয় মেয়র প্রার্থী সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী মিছিল নিয়ে শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জে প্রচার চালিয়েছেন। ওনার (আইভীর) দলীয় প্রতীক নৌকা ফুল দিয়ে বানিয়ে গাড়ির মধ্যে রেখেছেন। এটা নিশ্চিত আচরণবিধি লংঘন। এতে বোঝা যায় তিনি সরকার দলীয় বলে একটি বিশেষ সুবিধা নেয়ার চেষ্টা করছেন। আর আমরা আইন অনুযায়ী যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা শুধু তাই ব্যবহার করছি। তিনি বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষের উচ্ছ্বাস রয়েছে। মানুষ যে ভোট দেয়ার অধিকার হারিয়েছিল এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেই সুযোগ পেয়ে আনন্দিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। সেই লেভেল প্লেয়িং ফিন্ড এখনও তৈরি হয়নি। আমাদের যদি হাত-পা বেঁধে সাঁতরাতে দেয়া হয় বা খেলা করতে দেয়া হয় সেখানে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। সুতরাং দ্রুত একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হোক। রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার জানান, আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তবে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি, সেগুলো খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। কাউন্সিলর প্রার্থীরাও প্রচারে ব্যস্ত ॥ ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৬৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী রয়েছেন। শুক্রবারও প্রার্থীরা নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন মসজিদে জুমা নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়াও দোকানপাট, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে গিয়েও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোট চান। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও আত্মীয়-স্বজন ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে দোয়া চান। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সিরাজুল ইসলাম ম-ল বন্দরের কদমরসুল দরগায় দিয়ে জুমার নামাজ আদায় করেন। পরে তার ওয়ার্ডে এলাকা ফিরে বাড়িতে বসেই সমর্থকদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সাত খুনে নিহত নাসিকের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাহেব পাড়া ও কান্দাপাড়া এলাকায় পায়ে হেঁটে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া চান। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মেয়র প্রার্থী আইভীর বিরুদ্ধে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে আইভীর মিডিয়া সেলের সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, আমরা প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচার শুরু করব। তাই আমরা কোন আচরণ বিধি লঙ্ঘন করিনি। যারা অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রমাণের দায়িত্ব তাদেরই।
×