ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আল্লাহ হেফাজত করেছেন ॥ ও. কাদের

শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় বিশেষ দোয়া, প্রার্থনা

প্রকাশিত: ০৫:২৯, ৩ ডিসেম্বর ২০১৬

শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় বিশেষ দোয়া, প্রার্থনা

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে শুক্রবার রাজধানীসহ সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে দোয়া ও প্রার্থনা কর্মসূচীর অংশ হিসেবে বাদ জুমা বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর বারোটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনাসভা, সকাল সাড়ে দশটায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রীস্টান সম্প্রদায় মিরপুরের সেনপাড়ায় সকাল নয়টায় বাংলাদেশ ব্যাপ্টিস চার্চ সংঘে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। মোনাজাত শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘হাঙ্গেরি সফরের যাত্রার মাঝপথে মধ্য আকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগের পর নিরাপদে জরুরী অবতরণের ফলে মর্মান্তিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পেয়েছে। আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আল্লাহতালা হেফাজত করেছেন। সেদিন ইতিহাসের আরেকটা মর্মান্তিক বিপর্যয় ঘটে যেতে পারত। সেদিন মহাসংকটের আরেকটি কালো ছায়া জাতির জীবনে নেমে আসতে পারতে। আল্লাহর অশেষ রহমতে তা হয়নি। আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনাকে সেদিন হেফাজত করেছেন। সেজন্য সারাদেশে সব ধর্মীয় উপাসনালয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হাঙ্গেরিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে মধ্য আকাশে যে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা, অবহেলা নাকি ষড়যন্ত্র (ইচ্ছাকৃত) তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। এ জন্য বিমানের প্রকৌশল শাখার ৫ কর্মকর্তা ও একজন টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট প্রকাশের পর এ সম্পর্কে মন্তব্য করা যাবে। এখন মন্তব্য করলে তদন্তে প্রভাব পড়তে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখানে যে কোন ষড়যন্ত্র নেই তা এখনই আমি বলছি না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজত করার জন্য শুকরিয়া। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাঁকে আরও উন্নয়ন ও অর্জনের তৌফিক দান করুন। এদিকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতে ওবায়দুল কাদের ছাড়াও অংশ নেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হাসেন, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী পূজা উদযাপন কমিটির সভাপতি ডিএন চ্যাটার্জির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসব প্রার্থনা সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহানকারী হাঙ্গেরিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে মধ্য আকাশে যে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা, অবহেলা নাকি ষড়যন্ত্র (ইচ্ছাকৃত) তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। এ জন্য বিমানের প্রকৌশল শাখার ৫ কর্মকর্তা ও একজন টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট প্রকাশের পর এ সম্পর্কে মন্তব্য করা যাবে। এখন মন্তব্য করলে তদন্তে প্রভাব পড়তে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখানে যে কোন ষড়যন্ত্র নেই তা এখনই আমি বলছি না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজত করার জন্য শুকরিয়া। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাঁকে আরও উন্নয়ন ও অর্জনের তৌফিক দান করুন। এদিকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গতকাল দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতে ওবায়দুল কাদের ছাড়াও অংশ নেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হাসেন, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী পূজা উদযাপন কমিটির সভাপতি ডিএন চ্যাটার্জির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে বিশেষ প্রার্থনা করেছে বাংলাদেশের খ্রীস্টান সম্প্রদায়। রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। ফাদার রিপন রোজারিও এ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। প্রার্থনা অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ছাড়াও জর্জ রোজারিও, মার্কুজ গমেজ ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ। সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসব প্রার্থনা সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে শোকরানা মিলাল ও দোয়া মাহফিলের আয়োজন করে। বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিলে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা শরিক হন। এদিকে গতকাল বেলা ১১টায় রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এ্যাভিনিউর কার্যালয়ের দ্বিতীয় তলায় আওয়ামী ওলামা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী। প্রসঙ্গত গত রবিবার পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে চার দিনের রাষ্ট্রীয় সফরের যাত্রা পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে জরুরী অবতরণ করতে বাধ্য হয়। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের তুর্কমেনিস্তানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি সারানোর পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। অল্পের জন্য রক্ষা পাওয়ায় শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
×