ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্তমান নির্বাচন কমিশন মেরুদন্ডহীন: নজরুল

প্রকাশিত: ০১:৪০, ২ ডিসেম্বর ২০১৬

বর্তমান নির্বাচন কমিশন মেরুদন্ডহীন: নজরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান নির্বাচন কমিশন মেরুদন্ডহীন বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে তারা সরকারি দলের বিজয়ের বাহন হিসেবে কাজ করেছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সেটি চলমান রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ, খালেদা জিয়ার প্রস্তাব দেশের রাজনীতিতে চমৎকার সুযোগ এনে দিয়েছে। তার প্রস্তাবনাটি আমরা ঐক্যমতের ভিত্তিতে আলোচনা-সমালোচনা করার মধ্য দিয়ে একটি স্বাধীন সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা করতে পারি। আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।
×