ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর নির্বাচনে দাঁড়াবেন না ওলাঁদ

প্রকাশিত: ০১:২২, ২ ডিসেম্বর ২০১৬

আর নির্বাচনে দাঁড়াবেন না ওলাঁদ

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বৃহস্পতিবার বলেছেন, তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। আগামী বছরের নির্বাচনে তার পুননির্বাচিত হওয়ার সম্ভাবনার ব্যাপারে চালানো জরিপের ফলাফলে তার পক্ষে জনসমর্থন তলানিতে ঠেকার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন। প্যারিসে এলিসি প্রাসাদের এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে ৬২ বছর বয়সী সমাজতান্ত্রিক এ নেতা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার এ চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিটি টেলিভিশনে প্রচার করা হয়। ওলাঁদ বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি আর নির্বাচনে দাঁড়াবো না।’ তিনি বলেন, ‘সামনের মাসগুলোতে আমার একমাত্র কাজ হবে দেশকে এগিয়ে নেয়া অব্যাহত রাখা।’ ওলাঁদের শাসনামলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালার বিষয়ে পিছু হটা, সন্ত্রাসী হামলা, বেকারত্বের হার অনেক বৃদ্ধি এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিব্রতকর বিষয় পাঁস হওয়ার পর তার জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে যায়। বুধবার নতুন এক জরিপের ফলাফলে দেখা যায়, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মাত্র ৭ শতাংশ ভোটার ওলাঁদকে সমর্থন জানানোর কথা জানান। উল্লেখ্য, ২০১২ সালে ডানপন্থী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পরাজিত করে ওলাঁদ ক্ষমতায় আসেন।
×