ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়পুরহাট চিনিকলে বয়েলিং পাইপ বিস্ফোরনে প্রকৌশলীসহ ৪জন গুরুত্বর আহত

প্রকাশিত: ০১:০৬, ২ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাট চিনিকলে বয়েলিং পাইপ বিস্ফোরনে প্রকৌশলীসহ ৪জন গুরুত্বর আহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ আগামী ৯ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরুর প্রাক্কালে মিলের বয়েলিং হাউজ পরীক্ষামূলক চালুর সময় স্টিম লাইনের পাইপ বিস্ফোরন হয়ে একজন প্রকৌশলীসহ ৩জন গুরুত্বর আহত হয়। আহতদের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। অপর আহত আরো ১জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ফায়ার বিগ্রেডের একটি দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধারকার্য চালায়। মিল সুত্রে জানা যায় শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জয়পুরহাট চিনিকলের ফ্যাক্টারির অভ্যন্তরে বয়েলিং হাউজের স্টিম লাইনের পাইপ হঠাৎই বিকট শব্দে ফেটে যায়। এ সময় ঐ স্থানে অবস্থানরত মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. শাহজাহান কিবরিয়া (৩৮), মিল কর্মী মো. নাজমূল হোসেন (৩০), আব্দুল হান্নান (৩২) ও লুৎফর রহমান (৪২) বিস্ফোরন হওয়ার ফলে পাইপের গরম পানিতে তারা দগ্ধ হয়। এদেরকে গুরুত্বর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর বিকেল সাড়ে ৫ টায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. শাহজাহান কিবরিয়া ও মিল কর্মী মোঃ নাজমূল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিনিকলের ফ্যাক্টারির জিএম মো. সাখাওয়াৎ হোসেন এই দূর্ঘটনার বিষয়টি জানান।
×