ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমেনি সবজির দাম

প্রকাশিত: ২২:২৪, ২ ডিসেম্বর ২০১৬

কমেনি সবজির দাম

স্টাফ রিপোর্টার ॥ যতিও রাজধানীতে শীতের প্রকোম খুবই কম। তবে গ্রামাঞ্চলে শীত অনেকটাই বেশি। ইতোমধ্যে অনেক আগেই বাজারে এসেছে শীতের সবজি। শুরু থেকেই শীতের সবজির বাজার একটু বেশি। এখন পুরোদমে শীতের সবজি থাকলেও দাম কিন্তু কমনি। বরং গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে। কিছু কিছু সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কেজিপ্রতি বেড়েছে। তবে বিভিন্ন প্রকার শাকের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বনশ্রি, মোহাম্মদপুরের জনতা মার্কেট, নামাবাজার, টাউনহল, কৃষি মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। সবজি বিক্রেতা নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে কিছুটা বেশি দাম। এর কারণ হিসেবে তিনি বলেন, পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হয়। জানা গেছে, গত সপ্তাহে কেজিপ্রতি শিমের দাম ছিল ৬০ টাকা। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকা। মূলায় বেড়েছে ১০ টাকা। গাজরের কেজি ছিল ৫০ টাকা। এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা দরে। বাধাকপি ও ফুলকপির পিস ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। তবে গত সপ্তাহের চেয়ে আকারে বড় বড় ফুলকপিও পাওয়া যাচ্ছে। পেঁপে ২৫ টাকা থেকে ৩০ টাকা, কাঁচামরিচের দাম ছিল ৫০ টাকা, এ সপ্তাহে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। শাল গম ৪০ টাকা ছিল, এ সপ্তাহে ৫০ টাকা। পাকা টমেটো ৭০ টাকা ছিল, বেড়েছে ১০ টাকা। কাঁচা টমেটো বিক্রি করা হচ্ছে ৪০ টাকা দরে। লাউয়ের পিস ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়ার পিস ২০ টাকা। তবে আকার হিসেবে দাম কম-বেশি। জলপাই ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। নতুন আলু ৯০ টাকা থেকে কমে ৮০ টাকা ও পুরাতন আলুর দাম বেড়েছে ৫ টাকা। আগে ছিল ৩০ টাকা। শসার দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা। করলার কেজি ১০ টাকা বেড়ে এ সপ্তাহে ৭০ টাকা। উচ্ছের কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ টাকা হয়েছে। পটলের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, কচুর লতির দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। বরবটির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৬০ কাটা ও গোল বেগুনের কেজি ছিল ৫০ টাকা। গোল বেগুনের দাম ১০ টাকা কমেছে। বিভিন্ন শাক বিক্রেতারা জানিয়েছেন গত সপ্তাহের মতোই এবারও শাকের দামে কোন পরিবর্তন হয়নি। শান্তিনগর বাজারে ক্রেতা জসিম উদ্দিন জানান, বাজারে ভরপুর শীতের সবজি কিন্তু কেন যে দামটা কমে না তাই বুঝি না। তবে খেতেতো হবেই আমরা যারা ক্রেতা তাদের সবসময় চাপেই থাকতে হয়। একই রকম অভিযোগ ক্রেতা ইকবাল খন্দকারও জানালেন। তবে দ্রুতই দাম আরো কমবে এমন আশা করেছেন এই ক্রেতা। বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের চেয়ে বাজারে নানা রকম শীতের সবজিতে ভরপুর।
×