ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিসা ইস্যু নিয়ে আলোচনা

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ০৮:০১, ২ ডিসেম্বর ২০১৬

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশী কর্মী নিয়োগ ও ভিসা ইস্যু বিলম্বসহ নানা বিষয়ে দুই জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশ সৌদি দূতাবাসে আরও জনবল বৃদ্ধি করে দ্রুত ভিসা ইন্সুকরণে পদক্ষেপ গ্রহণের বিষয়ও আলোচনায় স্থান পায়। যেসব রিক্রুটিং এজেন্সি ভিসা ট্রেডিংয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা হয়। ভিসা ট্রেডিং পুরোপুরি বন্ধ হলে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মীরা সৌদি আরবে যেতে পারবেন।
×