ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

শীতের ফ্যাশনে নীল-সাদা জিন্স

প্রকাশিত: ০৬:২৮, ২ ডিসেম্বর ২০১৬

শীতের ফ্যাশনে নীল-সাদা জিন্স

শীতের পোশাক বৈচিত্র্যময়। ফ্যাশনেবল মানুষগুলো এই সময়ের অপেক্ষায় থাকে। জ্যাকেট, সোয়েটার, জিনস, টুপি এবং জুতাসহ আরও কত কি লাগে অনুষঙ্গ হিসেবে। আমাদের দেশে শীত স্বল্পস্থায়ী। তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রায় সারা বছরই শীত। বিশেষ করে ইউরোপের কিছু দেশে। পৃথিবীজুড়ে জিনসের ফ্যাশন নির্ধারিত হয় পাশ্চাত্য থেকেই। দুনিয়ার ফ্যাশন সচেতন জিন্স প্রেমীরা হয় অনুসরণ করে হলিউড না হয় ঐ পাশ্চাত্যের কোন রকস্টারের জিন্স ফ্যাশন। আর এভাবেই জিন্স পরিণত হয় সারা পৃথিবী জুড়ে ফ্যাশন ট্রেন্ডে। কি নারী কি পুরুষ জিন্স প্রেমে মাতোয়ারা সবাই। আপনি যখন রাতে কোন কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে। এই শীতে বেছে নিন স্কিনফিটিং সাদা জিন্স, টিউনিক টপ সেই সঙ্গে ক্রপ জ্যাকেট। আপনি যখন পুরুষ। বেছে নিন ফিটিং স্কাই ব্লু সঙ্গে হালকা নেভি শেডের জিন্স। সঙ্গে ঢোলা টি-শার্ট, নেভি ব্লু জিন্সের জ্যাকেট আর পায়ে গাম বুট, হাতে ব্যঙ্গেলস আর চোখে মানানসই সানগ্লাস। আপনি এখন ফ্যাশনে অনন্য। সাদা জিন্স পরিধান প্রতিসকালে হয়ত আপনার কর্মস্থলের জন্য যথাযথ নয়, তার চাইতে ক্লাসিক নীল জিন্স সেখানে বেশি মানায়। কিন্তু তাতে চলে আসবে একঘেয়েমি। তাই জিন্সে বৈচিত্র্য আনতে আমরা সাদাকেই উপস্থাপন করছি এই শীতের জিন্স ফ্যাশনে। এবার আপনি পরতে পারেন। ব্লাক লেবেল ডেনিম, কালো লেদার সু আর গা ঢাকা কাশ্মীরী সোয়েটারের আড়ালে সম্মুখ অংশে বেরিয়ে থাকা চেক টি-শার্ট। স্রেফ উপভোগ করুন। আপনি অফিসে ক্যাজুয়াল লুকের জন্য বেছে নিতে পারেন গোড়ালি ঢাকা লম্বা ডেনিম সঙ্গে গ্রে কাশ্মীরী সোয়েটার আর চোখা হিল জুতা।
×